Logo
Logo
×

খেলা

সাকিবের গুরু ফাহিমের প্রোফাইলও লাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৭:৪৬ পিএম

সাকিবের গুরু ফাহিমের প্রোফাইলও লাল

নাজমুল আবেদীন ফাহিম। ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। তাদের স্মরণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই নিজেদের প্রোফাইল পিকচার লাল রঙে রাঙিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ এবং সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো শীর্ষ ক্রিকেটারদের ‘গুরু’ হিসেবে পরিচিত নাজমুল আবেদীন ফাহিমও এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে লাল রঙের প্রোফাইল ছবি দিয়েছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থনে আশরাফুলের প্রোফাইলও লাল

এর আগে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও কোটা আন্দোলনে সমর্থন দেওয়া শিক্ষার্থীদের এ কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন। যার অংশ হিসেবে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল লাল রংয়ের ছবি দিয়ে রাঙিয়েছেন।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। তবে এই শোক পালন প্রত্যাখ্যান করে মঙ্গলবার শিক্ষার্থীরা একক ও দলবদ্ধভাবে চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা প্রচার করার আহ্বান জানিয়েছিলেন।

কোটাবিরোধী আন্দোলন সাকিব তামিম ফাহিম লাল ফেসবুক প্রোফাইল ছবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম