Logo
Logo
×

খেলা

অলিম্পিকের পদক জয়ে কার অবস্থান কোথায়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ১০:০০ এএম

অলিম্পিকের পদক জয়ে কার অবস্থান কোথায়

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১০০ বছর পর গত ২৬ জুলাই পর্দা উঠেছে প্যারিস অলিম্পিকের। যা চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। এবারের অলিম্পিকে উড়ছে ২০৬টি দেশের পতাকা। যেখানে ৩২টি খেলায় ৩২৯টি ইভেন্টে পদকের জন্য লড়ছে ১০ হাজার ৫০০ জন অ্যাথলেট। 

অলিম্পিকের তৃতীয় দিন শেষে বেশ কিছু ইভেন্ট শেষ হয়েছে এরইমধ্যে। সোনা ও অনন্য পদক জয়ে যেখানে টেক্কা দিচ্ছে একে অন্যকে। ৩০ জুলাই সকাল ৮টায় প্রকাশিত সবশেষ অলিম্পিকের পদকজয়ী দেশের তালিকায় দেখা গেছে সোনা জয়ে দাপট জাপানের। এছাড়াও তাদের টেক্কা দিতে লড়ছে বেশ কিছু দেশ। স্বাগতিক ফ্রান্সও বেশ দাপট দেখাচ্ছে।

অলিম্পিকের পদক তালিকা

দেশ    সোনা    রুপা    ব্রোঞ্জ    মোট
জাপান    ৬    ২    ৪    ১২
ফ্রান্স    ৫    ৮    ৩    ১৬
চীন     ৫    ৫    ২    ১২
অস্ট্রেলিয়া    ৫    ৪    ০    ৯
দ. কোরিয়া    ৫    ৩    ১    ৯
যুক্তরাষ্ট্র    ৩    ৮    ৯    ২০
গ্রেট ব্রিটেন    ২    ৫    ৩    ১০
ইতালি    ২    ৩    ৩    ৮
কানাডা    ২    ১    ২    ৫
হংকং    ২    ০    ১    ৩

অলিম্পিকে এখনও বেশ কিছু ইভেন্ট বাকি। আসর শেষ হওয়ার বাকিও অনেক দিন। সে হিসেবে নতুন আরও অনেক দেশ যুক্ত হবে এই তালিকায়। তবে এবার পদক জয়ে আগের সব আসরকে ছাড়িয়ে যেতে পারে স্বাগতিক ফ্রান্স।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম