ছবি: সংগৃহীত
প্যারিস অলিম্পিক ঠিক জমছে না! চুরির হিড়িকের পর এবার ভুলের হিড়িক। অলিম্পিকের উদ্বোধনীতেই দক্ষিণ কোরিয়া দলকে পরিচয় করিয়ে দেওয়া হয় উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নামের মাধ্যমে। এবার দক্ষিণ সুদানের জাতীয় সঙ্গীতের বদলে বেজে উঠল সুদানের জাতীয় সঙ্গীত।
বাস্কেটবল ইভেন্টে পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামে দক্ষিণ সুদান। ম্যাচ শুরুর আগে বেজে ওঠে জাতীয় সঙ্গীত। কিন্তু দক্ষিণ সুদানের পরিবর্তে বাজানো হয় সুদানের জাতীয় সঙ্গীত। গ্যালারিতে থাকা দক্ষিণ সুদান সমর্থকরা দুয়ো দিয়ে এর প্রতিবাদ জানান।
ভুলের জন্য ম্যাচ শেষে দক্ষিণ সুদানের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে অলিম্পিক কমিটি। এর আগে দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক নাম ভুল করেও ক্ষমা চাইতে হয়েছিল আয়োজকদের।
অলিম্পিকে এশিয়ার জয়জয়কার, শীর্ষে চীন
অলিম্পিক কর্তৃপক্ষ এই ঘটনাকে ‘হিউম্যান এরর’ বললেও দক্ষিণ সুদানের খেলোয়াড়রা বিষয়টিকে ভালোভাবে নেননি। দলটির এক খেলোয়াড় তো গণমাধ্যমে বলেই দিয়েছেন, ‘আয়োজদের আরও সচেতন হওয়ার প্রয়োজন ছিল। ভুল জাতীয় সংগীত বাজানো মোটেও কাম্য নয়। এটা অসম্মানজনক।’
উল্লেখ্য, ম্যাচে পুয়ের্তো রিকোকে ৯০-৭৯ পয়েন্টে হারিয়েছে দক্ষিণ সুদান।
তথ্যসূত্র: ইএসপিএন