Logo
Logo
×

খেলা

বাংলাদেশে হবে আইসিসির বোর্ড মিটিং

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ১১:৫৩ এএম

বাংলাদেশে হবে আইসিসির বোর্ড মিটিং

ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপ চলাকালীন শ্রীলংকায় হয়েছে আইসিসির সবশেষ বোর্ড মিটিং। যেখানে আসন্ন নারী বিশ্বকাপের আয়োজক বাংলাদেশসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বোর্ডকর্তাদের মধ্যে, যা নিয়েই এবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানিয়েছেন, আসন্ন আইসিসির বোর্ড মিটিং হবে বাংলাদেশে। সেই সঙ্গে আইসিসির আসন্ন নির্বাচনও অনুষ্ঠিত হবে বাংলাদেশে। এ ছাড়া ওই মিটিংয়ে নেওয়া হতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

সবশেষ বাংলাদেশে আইসিসির বোর্ড মিটিং হয়েছিল ২০১৪ সালে। এবার ফের ঢাকায় বসবে আইসিসির মিটিং। আইসিসির এই বোর্ড মিটিং হবে চলতি বছরের অক্টোবর মাসে। যা আইসিসির বর্তমান কমিটির অধীনে সবশেষ মিটিং। যেখানে ঢাকায় হতে যাওয়া আইসিসির আসন্ন নির্বাচন, আর্থিক কামাঠো ও ভবিষ্যৎ কর্মরেখা চূড়ান্ত করবে আইসিসি।

এ বিষয়ে পাপন বলেন, ‘আইসিসির পরের বোর্ড মিটিং ঢাকায় হবে। এখানে নির্বাচনটাও হওয়ার কথা। নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি। অক্টোবরে বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন, তার শেষ বোর্ড মিটিং। আমাদের নির্বাচনি ইশতেহার দিয়ে দেওয়ার কথা। এটা এর মধ্যেই হয়ে যাওয়ার কথা।’

বাংলাদেশের জন্য আইসিসির এই বোর্ড মিটিং কতটা গুরুত্বপূর্ণ সেটা জানিয়ে পাপন বলেন, ‘আইসিসির বর্তমান কমিটির এখন যেহেতু শেষ টার্ম, কিছু ক্রিটিক্যাল সিদ্ধান্ত আছে, যেটার ওপর নির্ভর করবে অনেক কিছু। এখন যা পাশ হচ্ছে, তা কিন্তু আট বছর চলবে। কে কত টাকা পাবে, খেলা কী হবে— এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমি এখন শুধু আইসিসি ও এসিসি নিয়েই আমার সময়টা ব্যয় করছি। যেন ভবিষ্যতে (বিসিবি সভাপতি পদে) যে-ই আসুক, আইসিসি ও এসিসি নিয়ে কোনো সমস্যায় না পড়েন।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম