Logo
Logo
×

খেলা

অলিম্পিকের আগে ফের চোটে নাদাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০৬:২৩ পিএম

অলিম্পিকের আগে ফের চোটে নাদাল

রাফায়েল নাদাল। ছবি: সংগৃহীত

অলিম্পিকে কার্লোস আলকারাজের সঙ্গে টেনিসের দ্বৈত বিভাগে খেলার কথা রাফায়েল নাদালের। কিন্তু রোঁলা গাঁরোয় অনুশীলনের সময় হঠাৎ চোট পেয়েছেন তিনি। এর ফলে প্যারিস অলিম্পিকে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

স্প্যানিশ রেডিও’কে নাদালের চোটের অবস্থা প্রসঙ্গে তার কোচ কার্লোস ময়া বলেছেন, ‘বুধবার সকালে সে অস্বস্তি অনুভব করেছে। বিকেল নাগাদ আরও খারাপ হয়েছে। ব্যাপারটা আরও খারাপ হওয়ার আগেই সে থেমেছে।’

এবার অলিম্পিকের টেনিস ইভেন্ট অনুষ্ঠিত হবে ফ্রেঞ্চ ওপেনের কোর্ট রোঁলা গাঁরোয়। লাল মাটির কোর্ট নাদালের খুবই প্রিয়, এই কোর্টেই ক্যারিয়ারের ২২ গ্র্যান্ডস্লামের ১৪টি জিতেছেন তিনি।

এবারের অলিম্পিকে দ্বৈত বিভাগে বর্তমান উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজের সঙ্গে জুটি বেঁধে খেলার কথা তার।

জোকোভিচকে উড়িয়ে উইম্বলডনে ফের চ্যাম্পিয়ন আলকারাজ

নাদালের চোট নিয়ে আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণের উপর জোর দিচ্ছেন ময়া, ‘এখন জোরাজুরির প্রয়োজন নেই। দেখা যাক সে কতটা সেরে ওঠে। শুক্রবার এবং শনিবার (আগামীকাল) সে কেমন অবস্থায় থাকে, সেটা আমরা দেখব।’

এই অবস্থায় নাদালের অলিম্পিকে খেলা নিয়ে নিশ্চয়তা দিতে পারছেন না তার কোচ, ‘তার খেলা না খেলা নিয়ে কোনো কিছুর নিশ্চয়তা আমি দিতে পারব না। এই মুহূর্তে তার বিশ্রাম প্রয়োজন, চিকিৎসা নিতে হবে। সে অবশ্যই অলিম্পিকে খেলতে মুখিয়ে আছে। বছরের পর বছর সে এটাতে (অলিম্পিকে) চোখ রেখে আসছে। সে জন্মগতভাবেই প্রতিদ্বন্দ্বী। আলকারাজের সঙ্গে দ্বৈত ইভেন্টে খেলতেও মুখিয়ে আছে। এই প্রথম তারা একসঙ্গে খেলবে এবং স্প্যানিশ টেনিসের জন্য সেটা হবে ঐতিহাসিক।’

উল্লেখ্য, ১৬ বছর আগে বেইজিং অলিম্পিকের একক ইভেন্টে সোনা জিতেছিলেন নাদাল। এরপর ২০১৬ রিও অলিম্পিকের দ্বৈত ইভেন্টে মার্ক লোপেজের সঙ্গে জুটি বেঁধে আরও একটি সোনা জেতেন এই স্প্যানিশ কিংবদন্তি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম