ছবি: সংগৃহীত
এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের সঙ্গে ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ৮০ রানের বেশি করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।
ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু শুরুতেই টাইগ্রেসদের বিপদে পড়তে হয় রেনুকা সিংয়ের গতিতে। ২১ রানের মধ্যে বাংলাদেশের টপ অর্ডারের তিন ব্যাটার সাজঘরের পথ চেনান তিনি।
এরপর আর ছন্দ খুঁজে পায়নি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৮০ রানেই থামতে হয় তাদের।
ফাইনালের টিকিট পেতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মারুফা
দলের পক্ষে দুই অঙ্কের ঘর ছুঁতে পারেন কেবল দুই ব্যাটার। অধিনায়ক জ্যোতির ব্যাটে আসে সর্বোচ্চ ৩২ রান। আর শেষ দিকে ১৮ বলে ১৯ রান করে স্বর্ণা আক্তার।
৮১ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ বলে বিনা উইকেটে ৬ রান তুলেছে ভারত।