ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যমের এ যুগে কোনো কিছু না দেখেই বিশ্বাস করা এক রকম বোকামিই বলা চলে। নানা সময় এ মাধ্যমকে কাজে লাগিয়ে মিথ্যা তথ্য যেমন প্রচার করা হয়, তেমনি এর ফাঁদে পড়ে সর্বস্ব খোয়ান অনেকেই। কেউ কেউ আবার শিকার হন ব্যক্তিগত আক্রমণের। যেমনটা হয়েছেন পাকিস্তানের তারকা পেসার হারিস রউফ।
সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণেই এবার বাবা হলেন তারকা এ ক্রিকেটার! অবাক হওয়ার মতোই কথা। অথচ, তিনি কিংবা তার পরিবার কেউ জানতেই পারেননি, কখন বাবা হয়েছেন তিনি। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীদের সতর্ক করলেন রউফ নিজেই। বাবা হওয়ার বিষয়টিকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের এ তারকা পেসার বলেন, ‘আমার সন্তান জন্মের খবরটি মিথ্যা। দয়া করে মিথ্যা তথ্য ছড়ানো ও বিশ্বাস করা থেকে বিরত থাকুন। আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে আন-অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে দেওয়া সমস্ত খবর গুজব।’
এর আগে ২০২২ সালের ২৪ ডিসেম্বর মুজানা মাসুদ মালিককে বিয়ে করেন হারিস রউফ। তাদের ১৯ মাসের সংসারে এখনও কোনো সন্তান হয়নি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে রউফকে। যদিও সে সময় এক ভক্তকে মারতে গিয়ে আলোচনায় আসেন তিনি। এবার ফের আলোচনায় আসলেন বাবা হওয়ার মিথ্যা খবরে। সূত্র: জিও নিউজ