Logo
Logo
×

খেলা

ইংল্যান্ডের মতো টেস্টে আগ্রাসী ক্রিকেট খেলতে চায় পাকিস্তান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০৩:০৭ পিএম

ইংল্যান্ডের মতো টেস্টে আগ্রাসী ক্রিকেট খেলতে চায় পাকিস্তান

ছবি সংগৃহীত

গত কয়েকবছর ধরে টেস্টে আগ্রাসী ক্রিকেট খেলে হৈচৈ ফেলে দিয়েছে ইংল্যান্ড। টেস্টে রক্ষানত্মক ধারা থেকে বেরিয়ে ইংলিশদের ভয়ডরহীন মানসিকতার এই স্টাইলকে বলা হচ্ছে ‘ব্যাজবল’।  

লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের অতি আক্রমণাত্মক ক্রিকেট খেলার ধরনকেই এই নামে অভিহিত করা হয়। এবার ইংল্যান্ডের মতো ভিন্ন ধারার স্টাইলে টেস্ট খেলার কথা জানিয়েছেন দলটির টেস্ট কোচ জেসন গিলেস্পি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বাদ পড়ে কঠিন সমালোচনার মুখে রয়েছে পাকিস্তান। বিশ্বকাপ ভরাডুবি নিয়ে দেশটির সমর্থকদের হতাশার শেষ নেই। দল পুর্নগঠন নিয়ে এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আনতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরমধ্যে আশার বানী আশা শোনালেন গিলেস্পি।

আগস্টে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।এই সিরিজ দিয়ে ইমেজ পুনরুদ্ধার করতে চায় পাকিস্তান টিম ম্যানেজম্যান্ট। এ ক্ষেত্রে ইংল্যান্ডের মতো মানসিকতায় পরিবর্তন আনার কথা বলেছেন গিলেস্পি। দায়িত্ব নেওয়ার পর পাকিস্তান দলে বাংলাদেশ সিরিজ গিলেস্পির প্রথম এসাইনমেন্ট।

ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে আলাপে গিলেস্পি বলেন, ‘আমি চাই পাকিস্তানের মানুষ এবং পাকিস্তানের মিডিয়া জাতীয় দলের খেলা দেখে বলুক, এরকম স্টাইলে দলের ক্রিকেট খেলা উচিত। সব থেকে সহজ উদাহরণ হচ্ছে ইংল্যান্ড। এখন কারো কোনও সন্দেহ নেই যে ইংল্যান্ড কেমন ক্রিকেট থেকে। সকলেই জানে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের মাইন্ডসেট হিসেবে।  আমি এটাই আমার দলের মধ্যে আনতে চাই’।  

বিশ্বকাপে মলিন পারফরম্যান্সের জেরে তারকা ক্রিকেটারদের ফ্রাইঞ্চাইজি লিগ খেলতে ‘এনওসি’ দেয়নি পিসিবি। জাতীয় দলের স্বার্থেই এটা করা হয়েছে বলে মনে করেন গিলেস্পি।

‘ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তির আওতায় রয়েছে। তাঁরা ভালোই টাকা পাচ্ছে বোর্ডের থেকে। আমরা চাই ক্রিকেটাররা লিগে খেলে অভিজ্ঞতা অর্জন করুন কিন্তু জাতীয় দলের কথাও তো ভাবতে হবে।’
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম