Logo
Logo
×

খেলা

পাকিস্তানের ড্রেসিং রুমে ঘুম, মুখ খুললেন হাসান আলী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০২:৫৮ পিএম

পাকিস্তানের ড্রেসিং রুমে ঘুম, মুখ খুললেন হাসান আলী

ছবি: সংগৃহীত

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পর দলের ক্রিকেটারদের ওপর গুরুতর অভিযোগ আনেন সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ক্রিকেটারদের নিয়ে হাফিজ বলেন, তিনি পাকিস্তান দলের পরিচালক থাকাকালীন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ড্রেসিং রুমে ৪-৫ জন ক্রিকেটারকে ঘুমাতে দেখেছেন। যা সে সময় বেশ হইচই ফেলে দিয়েছিল পাকিস্তান ক্রিকেটে।

হাফিজের সেই অভিযোগ নিয়েই এবার মুখ খুললেন পাকিস্তানের তারকা পেসার হাসান আলী।

এর আগে পাকিস্তান দলের ক্রিকেটারদের শৃঙ্খলা নিয়ে অ্যাডাম গিলক্রিস্ট ও মাইকেল ভনের সঙ্গে কথা বলতে গিয়ে হাফিজ বলেছেন, ‘আপনি আমাকে বলুন গিলি (গিলক্রিস্ট), টেস্ট ক্রিকেট খেলার সময় যদি একজন খেলোয়াড় ড্রেসিংরুমে ঘুমিয়ে থাকে, যদি ড্রেসিংরুমে ৪-৫ জন খেলোয়াড় ঘুমায়, একজন টিম ডিরেক্টর হিসেবে আমার কি এটা অনুমতি দেওয়া উচিত?’

তার সেই প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন করে ভন জানতে চান, তারা কি ক্লান্ত ছিল? যার উত্তরে হাফিজ গম্ভীরভাবে বলেন, ‘আমি সত্যিই জানি না। আমি ড্রেসিংরুমে গিয়ে দেখি, টেস্ট ক্রিকেট চলাকালীন ৪-৫ জন খেলোয়াড় ঘুমাচ্ছেন। আমি তখন বললাম, আপনারা এটা কীভাবে করতে পারেন? আপনি যদি এমন কিছু করেন তবে আপনি দলের অংশ হতে পারবেন না।’

হাফিজের অভিযোগের সত্যতা জানতে চাওয়া হয়েছিল সেই সময়ে দলে থাকা হাসান আলীর কাছে। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘আমি জানি না আসলে কি হয়েছিল। তবে আমি মনে করি না এর পরে কেউ ড্রেসিংরুমে ঘুমিয়েছিল। হাফিজ যেই ম্যাচের কথা বলেছেন, আমি সেই ম্যাচে খেলার অংশ ছিলাম না। তবে এরপর যারা খেলেছেন বা প্লেয়িং ইলেভেনেও ছিলেন না, তারাও বসে বসে খেলা দেখছিলেন। কিন্তু আমি বলব বিশেষ করে ফাস্ট বোলারদের জন্য, যখন দেড় দিন বোলিং করতে হবে, তখন ২০-৩০ মিনিটের একটি ঘুম প্রয়োজন। তবে এটা তাদের জন্য, যারা এটা নিজেদের ফিট রাখতে প্রয়োজন মনে করেন।’

হাসান আলী আরও বলেন, ‘অতীতে ম্যানেজমেন্ট নিয়ম তৈরি করেছিল যে, যদি কারো নিজেকে সতেজ রাখার জন্য ঘুমের প্রয়োজন হয়, বিশেষ করে ফাস্ট বোলারদের, তারা তা করতে পারে। কিন্তু হাফিজ, প্রধান কোচ এবং ক্রিকেটের পরিচালক হিসাবে যদি বলেন, কেউ ঘুমাতে পারবে না, তবে সেটাও ঠিক আছে। কারণ যদি তিনি নিয়ম একটা করেন, তবে আমাদের তা অনুসরণ করতে হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম