Logo
Logo
×

খেলা

কেন পাকিস্তানে যাবে ভারতীয় দল, প্রশ্ন হরভজনের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ১২:২২ পিএম

কেন পাকিস্তানে যাবে ভারতীয় দল, প্রশ্ন হরভজনের

ছবি: সংগৃহীত

২০০৮ সালের পর কখনোই পাকিস্তানের মাটিতে পা রাখেনি ভারতীয় ক্রিকেট দল। তবে আসন্ন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ভারতকে নিয়ে স্বপ্ন দেখছিল পাকিস্তান। ভারতকে নিয়েই নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর আয়োজন করতে চেয়েছিল দেশটি। তবে তাদের সেই স্বপ্ন এখন ভেস্তে যাওয়ার পথে। 

পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার ব্যাপারে আগ্রহী নয় বিসিসিআই। এবার বিসিসিআইয়ের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন দেশটির সাবেক তারকা স্পিনার হরভজন সিং। কেন পাকিস্তানের মাটিতে যাবে ভারতীয় দল সেই প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন তিনি।

সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও ভারতে গিয়ে খেলে এসেছে পাকিস্তান। এর আগেও বেশ ক’বার ভারতে খেলতে গিয়েছে পাকিস্তান দল। তবে নিজেদের অবস্থান থেকে একটুও সরে দাঁড়ায়নি ভারত। সবশেষ পাকিস্তানের এশিয়া কাপ আয়োজনে জল ঢেলে দিয়েছিল তারা। ভারতের দাবির প্রেক্ষিতে শেষমেশ বাধ্য হয়ে শ্রীলংকায় ভারতের ম্যাচ আয়োজন করতে হয়েছিল পাকিস্তানকে। এবারও একই দাবি তুলছে দেশটি। নিজেদের ম্যাচগুলো তারা শ্রীলংকা কিংবা আরব আমিরাতের মাটিতে খেলতে চায়। আর বিসিসিআইয়ের এমন অবস্থানকে সমর্থন করেছেন হরভজন।

ভারতীয় দলের পাকিস্তানের মাটিতে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার প্রশ্নে হরভজন বলেন, ‘কেন ভারতীয় দল পাকিস্তানে যাবে? পাকিস্তানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। পরিস্থিতি এমন যে প্রায় প্রতিদিনই সেখানে ঘটনা ঘটছে। কাজেই সেখানে যাওয়া দলের পক্ষে নিরাপদ নয়। বিসিসিআই-এর অবস্থান একেবারেই সঠিক। কেননা, নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার জন্য আমি বিসিসিআই-এর সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম