অলিম্পিক গেমসে ড্রোন বিতর্কের কারণে বিপাকে পড়েছে কানাডা ফুটবল দল। প্রতিপক্ষ নিউজিল্যান্ডের অনুশীলনের সময়ে ড্রোন দিয়ে ভিডিও করার অপরাথে কানাডার সহকারী কোচ ও ভিডিও এনালিস্টকে প্যারিস থেকে দেশে পাঠিয়ে দিয়েছে কানাডার ফুটবল সংস্থা।
শুধু তাই নয়, দলটির প্রধান কোচ বেভ প্রিস্টমান নিজ থেকেই সেচ্ছায় এক ম্যাচের জন্য নির্বাসনে চলে গেছেন।
কানাডা নারী দলের কোচ বেভ প্রিস্টমান এক বিবৃতিতে জানিয়েছেন, দুই দলের স্বার্থে এবং স্বচ্ছতা বজায় রাখতে নিউজ়িল্যান্ড ম্যাচে আমি কোচিং না করানোর সিদ্ধান্ত নিয়েছি। দলের পক্ষ থেকে নিউজিল্যান্ড এবং কানাডার ফুটবলারদের কাছে আমি ক্ষমা চাইছি। আমাদের দলের মূল্যবোধের সঙ্গে এই ঘটনা যায় না।
সাংবাদিকদের তিনি বলেছেন, কোনও ব্যক্তির ওপর দোষ চাপাতে চাই না। গোটা ঘটনা এখনও পুরোপুরি জানার চেষ্টা করছি। ধীরে ধীরে সব প্রকাশ্যে আসছে। আপাতত সামনের দিকে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।
ফিফা জানিয়েছে, তাদের শৃঙ্খলারক্ষা কমিটি ঘটনার তদন্ত শুরু করেছে। কানাডাও জানিয়েছে, তারা স্বাধীনভাবে এই ঘটনার তদন্ত করছে।
অতীতে ড্রোন-বিতর্কে জড়িয়েছিল কানাডার পুরুষ দলও। ২০২১ সালে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচের আগে মাঠের উপরে একটি ড্রোন দেখে অনুশীলন থামিয়ে দিয়েছিল হন্ডুরাস। ম্যাচটি ১-১ ড্র হয়েছিল।
আজ রাত ৯টায় গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড বনাম কানাডা নারী ফুটবল দল। এক সপ্তাহ আগেই প্যারিস পৌঁছে গিয়েছিল দুই দলই। গত সোমবার নিউজিল্যান্ডের নারী দলের অনুশীলনের সময় মাঠের উপর একটি ড্রোন উড়তে দেখা গিয়েছিল। ড্রোনের কারণে বিঘ্নিত হয় নিউজিল্যান্ডের অনুশীলন।