Logo
Logo
×

খেলা

পিসিবির সার্জারি ও ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে মুখ খুললেন শোয়েব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৩:৪৪ পিএম

পিসিবির সার্জারি ও ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে মুখ খুললেন শোয়েব

ছবি: সংগৃহীত

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতাকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেটে তোলপাড়। বিশ্বকাপের পর নির্বাচক প্যানেলের দুই সদস্যকে বরখাস্ত করেছে পিসিবি। বাদ দেওয়া হতে পারে বেশ কয়েকজন ক্রিকেটারকেও। সেই সঙ্গে অধিনায়ক বাবর আজমকেও সরিয়ে দেওয়া হতে পারে। এরইমধ্যে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য দলের সিনিয়র ক্রিকেটার বাবর আজম, শাহীন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান ও নাসিম শাহকে এনওসি দেয়নি পিসিবি। এসব ইস্যুতেই এবার কথা বলেছেন সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শোয়েব মালিক।

বিশ্বকাপ ব্যর্থতার পর দলে বড় সার্জারির কথা বলেছিলেন বোর্ড প্রধান মহসিন নকভি। তার সেই ভক্তব্যে কিছুটা ভিন্ন মত আছে শোয়েবের। তার মতে, যাকেই সুযোগ দেওয়া হোক না কেন তাকে যেন লম্বা সময়ের জন্য সময় দেওয়া হয়।

এ বিষয়ে শোয়েব বলেন, ‘দেখুন, যেখানে চাইলেই প্রচুর সার্জারি করা যায় সেখানে অস্ত্রোপচার করা উচিত। তবে আমাদের সেরা খেলোয়াড়রা এখানে আছে কাজেই আপনি তাদের উপর কী ধরনের অস্ত্রোপচার করতে পারেন? দ্বিতীয়ত, আমি মনে করি ২-৩টি অপসারণ করায় সমাধান নয়। আপনি যদি কাউকে নিয়ে আসেন তবে তাদের সময় দিন। যদি তারা নিজেরাই নিশ্চিত হতে না পারে যে কতদিন থাকবেন, তবে তারা কীভাবে আপনার ক্রিকেটে উন্নতি আনতে পারে। তাই, আপনি যাদের আনবেন, তাদের দীর্ঘমেয়াদী সুযোগ দিন, এবং তারপরে আপনি ফলাফল দেখতে পাবেন।’

বিদেশি লিগে দলের সিনিয়র ক্রিকেটারদের এনওসি না দেওয়া প্রসঙ্গে শোয়েব বলেন, ‘তারা জাতীয় দলকে অগ্রাধিকার দিয়েছে এবং কাজের চাপ বিবেচনা করেছে যাতে খেলোয়াড়রা ফিট থাকতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফি খুব বেশি দূরে নয়, তাই তারা সবকিছু বিবেচনায় নিয়েছে এবং এনওসি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমার মতে, এটি একটি ভাল সিদ্ধান্ত কারণ সবার আগে দেশ। তবে খেলোয়াড়দের সঙ্গে এ নিয়ে পারস্পরিক বোঝাপড়া হওয়া উচিত। কেননা এটাও মাথায় রাখতে হবে দিনশেষে খেলোয়াড়রা যেন লাভজনক চুক্তি হারানোর কষ্ট অনুভব না করে।’

পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলা নিয়ে এখনও শঙ্কা আছে। যা নিয়ে শোয়েব বলেন, ‘দুই দেশের মধ্যে যে কোনও সমস্যা বা বিরোধ একটি পৃথক বিষয়। যেভাবেই হোক তা আলাদাভাবে সমাধান করা উচিত। খেলাধুলায় রাজনীতি আসা উচিত নয়। পাকিস্তান দল গত বছর ভারতে গিয়েছিল এবং এখন ভারতীয় দলের এখানে আসার সুযোগ রয়েছে। আর তাছাড়া ভারতীয় দলের অনেক খেলোয়াড় পাকিস্তানে খেলেনি, তাই এটি তাদের জন্য একটি ভাল সুযোগ হবে। তাছাড়া আমরা খুবই অতিথিপরায়ণ মানুষ তাই অবশ্যই ভারতীয় দলের পাকিস্তানে আসা উচিত।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম