Logo
Logo
×

খেলা

বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইসিসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৯:৫৮ পিএম

বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইসিসি

অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারীদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। ঢাকা ও সিলেটে খেলা হবে। 

এদিকে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইসিসি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ নিয়ে আইসিসি কিছু জানায়নি। 

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার ১২টি ম্যাচ হবে মিরপুরে, ১১টি সিলেটে। এরই মধ্যে আসরের সূচি প্রকাশ করেছে আইসিসি। ১০ দলের টুর্নামেন্ট ৪ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ২০ অক্টোবর।

টুর্নামেন্ট শুরু হতে এখনো দুই মাস বাকি। তাই বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে চিন্তিত নয় আইসিসি। ১৯-২২ জুলাই শ্রীলংকার কলম্বোয় বসেছিল আইসিসির সাধারণ সভা। 

বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী যুগান্তরকে বলেন, ‘বিশ্বকাপ শুরু হতে এখনো দুই মাস বাকি। আমাদের কার্যক্রম চলছে। আইসিসি আমাদের চলমান পরিস্থিতি নিয়ে কিছু বলেনি, আলোচনাও করেনি। সব কিছু ঠিকমতো চলছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে বি-গ্রুপে। গ্রুপে স্বাগতিকদের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও স্কটল্যান্ড।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম