Logo
Logo
×

খেলা

অলিম্পিক গেমসের আগে প্যারিসে তরুণীকে গণধর্ষণ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৭:৪৮ পিএম

অলিম্পিক গেমসের আগে প্যারিসে তরুণীকে গণধর্ষণ

অলিম্পিক গেমস শুরুর কয়েক দিন আগে ফ্রান্সের রাজধানী প্যারিসে ২৫ বছর বয়সি এক তরুণীকে পাঁচ যুবক মিলে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্যারিসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। গণধর্ষণের পরের মধ্যরাতে প্যারিসের একটি কাবাবের দোকানে আশ্রয় নেন সেই তরুণী।

প্যারিসের পুলিশ জানিয়েছে, গত ১৯ জুলাই অনেক রাত পর্যন্ত প্যারিসের একটি পানশালায় ছিলেন ওই তরুণী। সেখানে মদ্যপান করেন তিনি। ওই পানশালাতেই এক যুবকের সঙ্গে আলাপ হয় তার। পরের দিন ওই যুবকের সঙ্গে অনেক জায়গায় বেড়াতে যান অস্ট্রেলান সেই তরুণী। রাতে আবার পানশালায় যান দুই জনে। সেখানে ওই যুবক তার আরও চার বন্ধুকে ডেকে আনেন। পাঁচজন মিলে তরুণীকে এক জায়গায় তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ।

ঘটনার পর যুবকদের হাত থেকে ছাড়া পেয়ে প্যারিসের একটি কাবাবের দোকানে আশ্রয় নেন ওই তরুণী। দোকানের সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, ছেঁড়া পোশাকে এক তরুণী দোকানে ঢুকছেন। তিনি গিয়ে দোকানের মালিকের কাছে সাহায্যের আবেদন করেন। তখন ওই দোকানে অনেকেই ছিলেন। কয়েক জন এগিয়ে আসেন। তারা যখন তরুণীর সঙ্গে কথা বলছেন, তখনই এক যুবক দোকানে ঢোকেন। তাকে দেখে তরুণী জানান, যে পাঁচ যুবক তাকে ধর্ষণ করেছেন তাদের মধ্যে সে একজন। এই কথা শোনার পরে কয়েক জন মিলে ওই যুবককে ধরার চেষ্টা করেন। ধাক্কাধাক্কি শুরু হয়। কোনও রকমে যুবক সেখান থেকে পালিয়ে যান।

দোকানের মালিক পুলিশকে খবর দেন। পুলিশ এসে তরুণীর অভিযোগ নিয়েছে। তরুণী জানিয়েছেন, যে পাঁচ যুবক তাকে ধর্ষণ করেছেন তারা আফ্রিকার কোনও দেশের। কিন্তু তাদের নাম বা অন্য পরিচয় তিনি জানেন না।

ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ। অলিম্পিকগেমসের আগে এই ঘটনা প্যারিসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। অলিম্পিক গেমসের সময় বিভিন্ন দেশের সমর্থকরা সেখানে থাকবেন। সেই সময় যাতে এই ধরনের কোনও ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে পুলিশকে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম