Logo
Logo
×

খেলা

অলিম্পিক শুরুর আগেই ফুটবল ইভেন্টে মাঠে নেমেছে আর্জেন্টিনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৭:৪৩ পিএম

অলিম্পিক শুরুর আগেই ফুটবল ইভেন্টে মাঠে নেমেছে আর্জেন্টিনা

আর্জেন্টিনা অলিম্পিক দল। ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে অলিম্পিকের পর্দা উঠবে ২৬ জুলাই। তবে এর দু’দিন আগেই মাঠে গড়িয়েছে অলিম্পিকের ফুটবল ইভেন্ট। ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে উত্তর আফ্রিকার দেশ মরক্কোর বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা।

এবারের অলিম্পিকে খেলার গুঞ্জন ছিল আর্জেন্টিনা সিনিয়র দলের অধিনায়ক লিওনেল মেসি, সদ্য আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাওয়া আনহেল ডি মারিয়া এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের।

মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

তবে শেষ পর্যন্ত প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা দলের সঙ্গী হননি তারা। যদিও অলিম্পিকের অনূর্ধ্ব-২৩ দলে সিনিয়র সদস্য হিসেবে যোগ দিয়েছেন আর্জেন্টিনার হয়ে সদ্য কোপা আমেরিকা জেতা ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। অলিম্পিকে আর্জেন্টিনা দলের নেতৃত্বও দিচ্ছেন দেশের জার্সিতে বিশ্বকাপ ও জোড়া কোপা বিজয়ী এই ফুটবলার।

অন্যদিকে আর্জেন্টিনা বিপক্ষে মরক্কোর অনূর্ধ্ব-২৩ দলে খেলছেন বিশ্বের অন্যতম সেরা ফুলব্যাক আশরাফ হাকিমি।

উল্লেখ্য, আর্জেন্টিনা বনাম মরক্কো ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সেন্ট এতিয়েনের স্তাদ জেফরি-গিচারে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচের ৩০ মিনিট অতিবাহিত হলেও এখনো কোনো দল গোলের দেখা পায়নি।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম