উইলিয়ামসনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রুট, তিনে ব্রুক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৬:১৬ পিএম
ছবি সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন জো রুট এবং হ্যারি ব্রুক। আর এতে টেস্ট র্যাংকিংয়ে শীর্ষস্থান দখলে কেন উইলিয়ামসনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রুট।
অন্যদিকে বাবর আজম, ড্যারিল মিচেল, স্টিভেন স্মিথ ও রোহিত শর্মাকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছেন হ্যারি ব্রুক।
বুধবার পুরুষ ক্রিকেটারদের র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে দেখা গেছে ৮৫৯ রেটিং পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছেন কেন উইলিয়ামসন।
আর দ্বিতীয় স্থানে থাকা জো রুটের রেটিং পয়েন্ট ৮৫২। আর ৪ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে থাকা হ্যারি ব্রুকের ঝুলিতে ৭৭১ রেটিং পয়েন্ট। ৭৬৮ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম আছেন চারে।
ট্রেন্টব্রিজ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১২২ রানের ইনিংস খেলেন জো রুট। আর হ্যারি ব্রুকের ব্যাট থেকে আসে ১০৯ রান। মূলত এই দুই সেঞ্চুরিয়ানের ব্যাটে ভর করে ক্যারিবিয়ানদের সামনে ৩৮৫ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় বেন স্টোকসের দল।
জবাবে রান তাড়ায় মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে এক টেস্ট হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক ইংল্যান্ড। এজবাস্টনে জুলাই ২৬ থেকে সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।