Logo
Logo
×

খেলা

ওয়ানডেতে ৬০০ রান করবে ইংল্যান্ড, বিশ্বাস পোপের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০১:৩৬ পিএম

ওয়ানডেতে ৬০০ রান করবে ইংল্যান্ড, বিশ্বাস পোপের

ছবি: সংগৃহীত

ওয়ানডেতে সর্বোচ্চ তিন দলীয় সংগ্রহের তিনটিই ইংল্যান্ডের দখলে। এরমধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রায় পাঁচশও ছুঁয়ে ফেলেছিল ইংল্যান্ড। ২০২২ সালে সেই ওয়ানডে ম্যাচে ৪ উইকেটে স্কোরবোর্ডে জমা করেছিল রেকর্ড ৪৯৮ রান। পরের দুটি ৪৮১ ও ৪৪৪। এই ইংল্যান্ড এরপর শুধু টি-টোয়েন্টি ও ওয়ানডেতে নয় টেস্টেও বদলে ফেলেছে খেলার ধরন। 

নির্মম ব্যাটিং রপ্ত করে প্রতিপক্ষের বোলারদের ঘুম হারাম করে দিচ্ছে ইংল্যান্ডের ব্যাটাররা। উইকেট কিংবা কন্ডিশন বিবেচনা না করে কেবল আগ্রাসী ব্যাটিংয়েই জোর দিয়েছে দলটি। আর তাতে করে ব্যর্থও হতে হচ্ছে দলটিকে। তবে যেই দিনটা তাদের হচ্ছে সেই দিন আর রক্ষা নেই প্রতিপক্ষের। আর এই নির্মম ক্রিকেট খেলেই ওয়ানডেতে একদিন দলীয় ৬০০ রান করবে ইংল্যান্ড; এমনটাই বিশ্বাস করেন দলটির ব্যাটার অলি পোপ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের আগে ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটিংয়ের ধরন নিয়ে কথা বলতে গিয়ে পোপ বলেন, ‘রান করার একটি সত্যিকারের ক্ষুধা আছে আমাদের। আর এই ক্ষুধা সবসময় আমাদের তাড়া করে। তবে এখন আমাদের ব্যাটিং লাইনআপে একটি অতিরিক্ত বিট রয়েছে। আমরা ব্যাটিং ইউনিট হিসেবে যতটা পারি নির্মম হতে চাই। কারণ এটি আমাদের স্বাভাবিক খেলা। স্পষ্টতই নির্মম হওয়া টেস্ট ক্রিকেটেরও অংশ।’

ওয়ানডেতে দলীয় ৬০০ রান করা নিয়ে পোপ বলেন, ‘কখনও কখনও আমরা ২৮০-৩০০ রান করবো। এটা ঠিক আছে; কারণ সম্ভবত আমরা কঠিন পরিস্থিতিতে পড়ছি। তবে এমন একটি দিনও আসতে পারে যেদিন আমরা ৫০০ থেকে ৬০০ রান করতে পারি। আর সেটি হলে এটি একটি দুর্দান্ত জিনিস হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম