বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আপাতত কোনো সিরিজ নেই বাংলাদেশের। জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার এখন বিভিন্ন বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলছেন। অন্যদিকে টাইগার্স দলের অনুশীলন এবং এইচপি দলের অস্ট্রেলিয়া সফর চলছে। এসবের পর আগামী আগস্টের শেষভাগে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে মাঠে ফিরবে বাংলাদেশ।
সে সিরিজকে সামনে রেখে এখন টাইগার্স দলের অনুশীলন এবং এইচপি’র সিরিজের দিকে চোখ রাখছে নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্ট।
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেটে নতুন শুরুর প্রত্যাশা তার, ‘সিরিজের আগে সবাই প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাচ্ছে। আশা করি ভালোই হবে।’
এবার বাংলাদেশে ৫০ ওভারে ৪০৩ রান!
এইচপি দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়া ক্রিকেটারদের মধ্য থেকে যারা টেস্ট দলে সুযোগ পাবেন, পাকিস্তানের বিপক্ষে তারা যথেষ্ট প্রস্তুতি নিয়েই মাঠে নামতে পারবেন। অনদিকে যারা দেশে আছেন, তারা পাকিস্তানে যাওয়ার আগে চট্টগ্রামে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবেন।
সবমিলিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের পর সংক্ষিপ্ত ফরম্যাটের মেজাজ ছেড়ে টেস্টের সঙ্গে মানিয়ে নিতে ক্রিকেটারদের সমস্যা হবে না বলে মনে করেন শান্ত, ‘সব পরিকল্পনাই করা আছে। প্র্যাকটিস ম্যাচ আছে এবং যাওয়ার আগে প্র্যাকটিস সেশনও থাকবে। এগুলো করে যতটা সম্ভব ভালো প্রস্তুতি নিয়ে যেতে চাই।’