Logo
Logo
×

খেলা

পাকিস্তানকে হারিয়ে বিতর্কিত উদযাপন যুবরাজদের, দুঃখ প্রকাশ হরভজনের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০১:৫৪ পিএম

পাকিস্তানকে হারিয়ে বিতর্কিত উদযাপন যুবরাজদের, দুঃখ প্রকাশ হরভজনের

ছবি: সংগৃহীত

সাবেকদের ক্রিকেট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে আসরের প্রথম শিরোপা জেতে ভারত। জয়ের পর উদযাপনের এক ভিডিও প্রকাশ করেন সাবেক ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। যেখানে দেখা যায় ‘তওবা-তওবা’ গানের সঙ্গে নাচছেন যুবরাজ সিং, হরভজন সিং ও সুরেশ রায়না। তবে তাদের সেই নাচ নিয়ে তৈরি হয় বিতর্ক। 

ওই ভিডিওতে তারা মজার ছলে লেংড়া, পোলিও আক্রান্ত বা শারীরিক প্রতিবন্ধীদের মতো হাঁটার অঙ্গভঙ্গি করছিলেন। যা নিয়েই হচ্ছিল তীব্র সমালোচনা। বিষয়টি নজরে আসার পর ওই ক্রিকেটারদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ন্যাশনাল সেন্টার ফর প্রমোশন অফ এমপ্লয়মেন্ট ফর ডিজেবল্ড পিপলসের (এনসিপিইডিপি) নির্বাহী পরিচালক আরমান আলি। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে সমালোচনার মুখে ভিডিওটি সরিয়ে নিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন হরভজন।

বিষয়টি নিয়ে এক্সে এক বিবৃতিতে হরভজন লিখেছেন, ‘ইংল্যান্ডে চ্যাম্পিয়নশিপ জেতার পরে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি পোস্ট করা তওবা-তওবা ভিডিওটি নিয়ে যারা অভিযোগ করছেন, তাদের উদ্দেশে এটা স্পষ্ট করে বলতে চাই যে, আমরা কারও অনুভূতিতে আঘাত করতে চাইনি। আমরা প্রত্যেক ব্যক্তি ও সম্প্রদায়কে সম্মান করি। আসলে ১৫ দিনে টানা ক্রিকেট খেলার পরে আমাদের শারীরিক অবস্থা কেমন ছিল, সেটা বোঝানোর জন্যই ওটা করা হয়েছিল। কাউকে কষ্ট দেওয়া বা অসম্মান করা আমাদের উদ্দেশ্য ছিল না। এর পরেও যদি কারও মনে হয় যে আমরা ভুল করেছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দয়া করে বিষয়টি এখানেই শেষ করা হোক। সবাই ভালো ও সুস্থ থাকবেন। সবার প্রতি ভালোবাসা রইল। ’

এর আগে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হলে থানায় অভিযোগ করেন প্রতিবন্ধীদের অধিকার নিয়ে কাজ করা আলি। অভিযোগ পত্রে তিনি লিখেন, ‘এই ভিডিওটি ভারতের সংবিধানের ২১ অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন, যা প্রত্যেক ব্যক্তির মর্যাদার সাথে জীবনের অধিকারের নিশ্চয়তা দেয়। এটি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন, ২০১৬-এর ধারা ৯২ লঙ্ঘন করে এবং নিপুন মালহোত্রা বনাম সনি পিকচার্স ফিল্মস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (২০০৪ এসসিসি অনলাইন এসসি ১৬৩৯) ক্ষেত্রে প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টের নির্দেশিকাকে লঙ্ঘন করে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম