ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি উপহার দিয়েই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন অধিনায়ক রোহিত শর্মা ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি।
এবার ওয়ানডে ও টেস্ট ক্রিকেট থেকে অসরের দিনক্ষণ জানিয়ে দিলেন রোহিত। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে রোহিত শর্মা বলেছেন, খুব বেশি দূরে তাকাতে চাই না। আমাকে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে আরও কিছুদিন দেখতে পাবেন।
রোহিত-কোহলির পর অবসরের ঘোষণা জাদেজার
চলতি মাসের শেষ দিকে শ্রীলংকা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। তারপর ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ খেলবে কোহলিরা।
শ্রীলংকা সিরিজে বিশ্রামে আছেন রোহিত শর্মা। যে কারণে শ্রীলংকা সফরে নতুন কোচ গৌতম গম্ভীরের সঙ্গে দেখা হচ্ছে না রোহিতের। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে ভারত। বোর্ডের সচিব টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর জানিয়েছেন, রোহিত শর্মার নেতৃতেই আমরা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিততে চাই।