Logo
Logo
×

খেলা

জয়সওয়ালের ব্যাটে ভারতের বিশ্ব রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৮:২২ পিএম

জয়সওয়ালের ব্যাটে ভারতের বিশ্ব রেকর্ড

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে যশস্বী জয়সওয়াল। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ইতিহাস গড়ল ভারত। সিকান্দার রাজার করা ইনিংসের প্রথম বলে ১৩ রান তুলেছে দলটি। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ইনিংসের প্রথম বলে এত রান তুলতে পারেনি কোনো দল।

হারারেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। দলটির হয়ে প্রথম ওভার করতে আসেন অধিনায়ক সিকান্দার রাজা। তার ওভারের প্রথম বলটিই নো বল হয়। ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল সেই বলে ছক্কা হাঁকান। নো বল আর ছক্কা মিলে ভারত সে বলে ৭ রান পেয়ে যায়। 

এরপর ফ্রি-হিটেও বল শুন্যে ভাসিয়ে সীমানার ওপারে পাঠান জয়সওয়াল। সবমিলিয়ে এক বল শেষে ভারতের রান দাঁড়ায় ১৩, দুই ছক্কায় ১২ রান করেন এই ওপেনার।

যুবরাজের সর্বকালের সেরা একাদশে পাকিস্তানের এক তারকা

২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ইনিংসের প্রথম বলে ১০ রান তুলেছিল পাকিস্তান। ইনিংসের প্রথম বলে ১৩ রান তুলে পাকিস্তানের সেই রেকর্ড গুঁড়িয়ে নতুন ইতিহাস লিখেছে ভারত।

এছাড়াও টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম বলে ২০২৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ড করেছিল ৯ রান। ২০১৯ সালে ভুটানের বিরুদ্ধে নেপালও করেছিল ৯ রান। ২০১৯ সালে উগান্ডার বিরুদ্ধে কেনিয়া করে ৮ রান।

উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৭ রান করে ভারত। সর্বোচ্চ ৫৮ রান আসে উইকেটরক্ষক-ব্যাটসম্যান সাঞ্জু স্যামসনের ব্যাটে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম