আর একটা ম্যাচ। জিতলেই প্রথম লাতিন দল হিসেবে ইতিহাস গড়বে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারাতে পারলেই লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে কোপা-বিশ্বকাপ-কোপা জয়ের কীর্তি গড়বে তারা। শুধু রেকর্ডই নয়, ফাইনাল জিতলে মোটা অঙ্কের অর্থও পকেটে ঢুকবে আলবিসেলেস্তেদের।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে জানা গেছে, ১৬ দলের কোপা আমেরিকার প্রাইজমানি এবার বেশ বৃদ্ধি পেয়েছে। সবমিলিয়ে এবারের কোপার প্রাইজমানি ধরা হয়েছে ৭২ মিলিয়ন ডলার, যা কিনা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪৬ কোটি টাকা।
এর মধ্যে অবধারিতভাবে চ্যাম্পিয়ন দলের পকেটেই ঢুকবে সবচেয়ে বেশি অর্থ। এবারের আসরে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ মিলিয়ন ডলার বা ১৮৮ কোটি টাকা। গতবারের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানির চেয়ে যা প্রায় দ্বিগুণ।
বিরতির সময় বাড়িয়ে শাকিরার গান, ক্ষুদ্ধ কলম্বিয়া
অন্যদিকে রানার্সআপ দল পাবে ৬ মিলিয়ন ডলার বা প্রায় ৭০ কোটি টাকা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে টাইব্রেকারে জয় ছিনিয়ে নেওয়া উরুগুয়ে পাবে প্রায় ৫৮ কোটি টাকা। চতুর্থ হওয়া কানাডার পকেটে ঢুকবে ৪৭ কোটি টাকা।
এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দল ২৩ কোটি টাকা করে পাবে। টুর্নামেন্টে হোটেল ও পরিবহন খরচের পুরোটাই প্রদান করেছে লাতিন ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ৬ টায় শুরু হবে কোপা আমেরিকার ফাইনাল। ম্যাচে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও হামেস রদ্রিগেজের কলম্বিয়া।