বিরতির সময় বাড়িয়ে শাকিরার গান, ক্ষুব্ধ কলম্বিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৬:১৫ পিএম
কলম্বিয়া কোচ নেস্তর লরেঞ্জো ও শাকিরা
কোপা আমেরিকার ফাইনালে আজ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২৩ বছর পর ফাইনালের দেখা পাওয়া কলম্বিয়া। সাধারণত ফুটবল ম্যাচে ৪৫ মিনিটের দুই অর্ধের মাঝে যে বিরতি থাকে, তার দৈর্ঘ্য হয় ১৫ মিনিট। কিন্তু কোপার ফাইনালে এই বিরতির দৈর্ঘ্য হবে ২৫ মিনিট।
জানা গেছে, আমেরিকান সুপার বোল স্টাইলে এবার কোপা ফাইনালের মাঝবিরতিতে গান পরিবেশন করবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। আর তার পারফরম্যান্সের জন্যই ১৫ মিনিটের বিরতি বেড়ে হবে ২৫ মিনিট।
আয়োজক কনমেবল জানিয়েছে, ফাইনালের মাঝবিরতিতে ২০ মিনিট গান করবেন শাকিরা। সবমিলিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে প্রথমার্ধ শেষের ২৫ মিনিট পরে।
কোপার ফাইনালে ৫ মিনিট পারফর্ম করে কত কোটি পাবেন শাকিরা
তবে মাঝবিরতির দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ নেস্তর লরেঞ্জো, ‘আমরা এর আগে যখন এক মিনিট দেরিতে মাঠে গিয়েছি, আমাদের জরিমানা করা হয়েছে। বিরতিতে এখন গানের অনুষ্ঠান হবে। আমাদের ২০-২৫ মিনিট বাইরে থাকা লাগবে। এতে ফুটবলারদের উপর প্রভাব পড়তে পারে, তারা ঝিমিয়ে পড়তে পারে।’
শাকিরার গান নিয়ে কোন আপত্তি নেই লরেঞ্জোর। তবে বিরতির দৈর্ঘ্য না বাড়ানোর জোর দাবি জানিয়েছেন তিনি, ‘গানের আয়োজন নিয়ে বলব শাকিরা দারুণ শিল্পী। সবাই উপভোগ করবে। আজই জানলাম (২৫ মিনিটের বিরতি)। আমার মতে নিয়ম অনুযায়ী ১৫ মিনিট বিরতি থাকা উচিত।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ৬ টায় শুরু হবে কোপা আমেরিকার ফাইনাল। ম্যাচে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও হামেস রদ্রিগেজের কলম্বিয়া।