ছবি: সংগৃহীত
এক জীবনে কত কিছুই না চাওয়ার থাকে একজন মানুষের। সেই চাওয়ার কতটুকুই বা পূর্ণ হয়। তবে এক্ষেত্রে বড্ড ব্যতিক্রম আনহেল ডি মারিয়া। আর্জেন্টাইন এই তারকা ফুটবলারের জীবনে অপূর্ণ নেই কোনো কিছুই। ক্যারিয়ারের শুরুতে জিতেছেন অলিম্পিক। এরপর লম্বা সময় হতাশা সঙ্গী হলেও অবশেষে কোপা আমেরিকা, ফিনালিসিমা হয়ে সবশেষ কাতার বিশ্বকাপ উঁচিয়ে ধরেছেন তিনি। আর্জেন্টিনার এই প্রতিটি ট্রফিতেই আছে ডি মারিয়ার অবদান। প্রতিটি ফাইনালেই গোল পেয়েছেন তিনি। বলতে গেলে অর্জনে পূর্ণ একটা ক্যারিয়ার ডি মারিয়ার।
সেই ক্যারিয়ারের একেবারে শেষটায় এসে দাঁড়িয়ে এখন ডি মারিয়া। সোমবার সকাল ৬টায় কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচে মাঠে নামবেন তিনি। স্বাভাবিকভাবেই তাই বিদায়ের আবেগ এসে ভর করেছে তার ওপর। মেলাতে হচ্ছে পাওয়া না পাওয়ার হিসেব। তবে সেই হিসেব মিলিয়ে ফেলায় নির্ভারই আছেন এই আর্জেন্টাইন তারকা। দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে নতুন করে আর কিছুই চাওয়ার নেই তার। আর্জেন্টিনার জার্সিতে যা কিছু জেতা সম্ভব তার সবকিছুই জিতেছেন ডি মারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সেটাই ভক্তদের জানালেন ডি মারিয়া।
কলম্বিয়ার বিপক্ষে ফাইনালের আগে ভক্তদের উদ্দেশে ডি মারিয়া লিখেছেন, ‘আমি যা চাইতে পারতাম, জীবন আমাকে তার চেয়ে অনেক বেশি দিয়েছে।’
ডি মারিয়ার ক্ষেত্রে বিষয়টি সত্যিই তাই। ২০০৮ সালে আর্জেন্টিনার হয়ে খেলতে নামা ডি মারিয়া খেলেছেন ১৪৪টি ম্যাচ। ১৬ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৪৪টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। যেখানে ৩১টি গোলের সঙ্গে ৩২টি গোলে সহায়তা রয়েছে তার।
কোপা- ইউরোর ফাইনাল ঘিরে ফুটবল বিশ্বে ঈদ উৎসব
এর মধ্যে আর্জেন্টিনার হয়ে তিনটি গোল ডি মারিয়া করেছেন কোপা আমেরিকার ফাইনালে, ফিনালিসিমা ও সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে। যেই তিনটিতেই শিরোপা জিতেছে তার দল। এবার তাই ফাইনালেও ডি মারিয়ার কাছে গোল প্রত্যাশা করে সমর্থকরা। কেননা, ডি মারিয়ার গোল মানেই যে আর্জেন্টিনার শিরোপা।