Logo
Logo
×

খেলা

ভারত-পাকিস্তান ফাইনালে যেমন হতে পারে সাবেকদের একাদশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৩:৪৮ পিএম

ভারত-পাকিস্তান ফাইনালে যেমন হতে পারে সাবেকদের একাদশ

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া ৬টি দল নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে গড়াচ্ছে সাবেকদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস। যেখানে প্রথম আসরের ফাইনালে পা রেখেছে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। স্বীকৃত কোনো ক্রিকেট প্রতিযোগিতা না হলেও ভারত-পাকিস্তান ম্যাচ বলেই এই ম্যাচটি এখন ছড়াচ্ছে বাড়তি উত্তেজনা। পরিণত হয়েছে ক্রিকেটপ্রেমীদের প্রধান আকর্ষণে। আর এই ফাইনালটি আজ মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১০ টায়।

ক্রিকেটে ভারত-পাকিস্তান মানেই তুমুল এক লড়াই। শেষ পর্যন্ত টানটান উত্তেজনা। যা সবচেয়ে বেশি দেখা যেত যাদের সময়টাতে। সেই সাবেক ক্রিকেটাররাই এবার মাঠে নামছেন আরও একবার। তাও আবার শিরোপা নির্ধারণী ফাইনালে। যেই ম্যাচ ঘিরে ইংল্যান্ডের বার্মিংহ্যামে এখন চলছে চাপা উত্তেজনা। লেগেছে টিকিট বিক্রির ধুম। তাছাড়া অবসর নেওয়া দুদলের কিংবদন্তি ও তারকা ক্রিকেটারদের মুখোমুখি লড়াই দেখার সুযোগ হাতছাড়া করতে চায় বলুন।

ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

দু’দলের ক্রিকেটাররাও তাই এখন আনন্দ, উৎসব ও পুনর্মিলনি ভুলে ম্যাচ জেতাতেই বেশি মনোযোগ দিচ্ছেন। আঁকছেন একে অন্যকে হারানোর নীল নকশা। কারা থাকছেন দু’দলের ফাইনাল ম্যাচের একাদশে তা নিয়েও চলছে জল্পনা। তবে এসবের বাইরে ভারতের জন্য ম্যাচটা হয়ে উঠেছে প্রতিশোধের। কেননা, গ্রুপপর্বে পাকিস্তানের বিপক্ষে হেরেছে তারা। তাই এ ম্যাচে জয় চায় দলটি। অন্যদিকে বর্তমান ক্রিকেটারদের দেখাতে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলতে চায় পাকিস্তান। সব মিলিয়ে তাই জমজমাট এক ক্রিকেট লড়াই দেখার অপেক্ষায় এখন ক্রিকেট বিশ্ব।

ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ: রবিন উথাপ্পা, আম্বাতি রায়ডু, সুরেশ রায়না, যুবরাজ সিং (অধিনায়ক), ইউসুফ পাঠান, ইরফান পাঠান, পাওয়ান নেগি, হরভজন সিং, ধাওয়াল কুলকারানি, অনুরিত সিং, বিনয় কুমার।

ফাইনালে পাকিস্তানের সম্ভাব্য একাদশ: কামরান আকমল, শারজিল খান, শোয়েব মাকসুদ, শোয়েব মালিক, ইউনিস খান (অধিনায়ক), শহিদ আফ্রিদি, মিসবাহ-উল-হক, ইয়াসির আরাফাত, সাঈদ আজমল, সোহেল তানভির, ওয়াহাব রিয়াজ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম