Logo
Logo
×

খেলা

যে আক্ষেপ নিয়ে ক্যারিয়ার শেষ করলেন অ্যান্ডারসন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০৮:২৯ পিএম

যে আক্ষেপ নিয়ে ক্যারিয়ার শেষ করলেন অ্যান্ডারসন

জেমস অ্যান্ডারসন। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের হয়ে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন জেমস অ্যান্ডারসন। লর্ডসে কিংবদন্তির মতো তাকে বিদায় জানিয়েছে ইংল্যান্ড। অ্যান্ডারসনের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইংল্যান্ড হারিয়েছে ইনিংস ও ১১৪ রানের বড় ব্যবধানে।

তবু ম্যাচে শেষে কিছুটা আক্ষেপ ঝরল অ্যান্ডারসনের কণ্ঠে। ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নেওয়া অ্যান্ডারসন ম্যাচ শেষে সে আক্ষেপের কথা জানিয়ে বলেছেন, ‘খারাপ লাগছে, ক্যাচটা ফেলে দিয়েছি। দারুণ একটা সপ্তাহ গেছে। সবার প্রতিক্রিয়া দেখে আমি খুবই খুশি। যা অর্জন করেছি, তা নিয়ে গর্বিত।’

নিজের ক্যারিয়ারের শেষটা আজ উইকেট দিয়ে রাঙাতে পারতেন অ্যান্ডারসন। কিন্তু নিজের বোলিংয়ে ক্যারিবিয়ান ব্যাটসম্যান গুড়াকেশ মোতির ক্যাচ হাতে জমাতে পারেননি। আর সেটা নিয়েই ম্যাচ শেষে কিছুটা আক্ষেপ করলেন তিনি।

‘কিংবদন্তি’ অ্যান্ডারসনের পাঁচ অবিশ্বাস্য রেকর্ড

ক্যারিয়ারের শেষ দৃশ্যে অ্যান্ডারসনকে কুর্নিশ জানিয়েছেন সতীর্থ, প্রতিপক্ষ থেকে মাঠে উপস্থিত হাজারো দর্শক। এমন মুহূর্তে আবেগে ভেসেছেন ৪১ বছর বয়সি এই পেসার, ‘আমার মনে হয়, আবেগটা ধরে রাখতে পেরেছি। যেভাবে দুই দল আর দর্শক প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে সকালটা আমার জন্য অনেক আবেগের হয়ে উঠেছিল। এখনো চোখের পানি ধরে রাখার চেষ্টা করছি। আমি অনেক গর্বিত। ২০ বছর ক্রিকেট খেলা অবিশ্বাস্য প্রচেষ্টার ফল। চোটমুক্ত থেকে সেটা করতে পেরে আমি অনেক সন্তুষ্ট।’

খেলোয়াড় হিসেবে ইংল্যান্ড দলের সঙ্গে তার সম্পর্ক চুকেবুকে গেছে। দীর্ঘ সময় জাতীয় দলের ড্রেসিংরুমে কাটানো অ্যান্ডারসন সবচেয়ে বেশি কোন জিনিসটা মিস করবেন, ‘ম্যাচ জয়ের পর যে অনুভূতিটা এখন হচ্ছে, সেটাই সবচেয়ে বেশি মিস করব। এর চেয়ে ভালো কোনো অনুভূতি নেই। সবাই কঠোর পরিশ্রম করেছে। একে অন্যের সফলতা শেয়ার করছে। গাস দুর্দান্ত করেছে। জেমি স্মিথের অভিষেকটাও অবিশ্বাস্য হলো। জয়ের পর এখানে বসা, এমন পারফরম্যান্স উদ্‌যাপন করা অবিশ্বাস্য অনুভূতি, আমি এটা মিস করতে যাচ্ছি।’

নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো খুব বেশি কিছু ভাবেননি অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজের বাকি দুই টেস্টে ইংল্যান্ডের ফাস্ট বোলিং মেন্টর হিসেবে কাজ করবেন তিনি, ‘এই গ্রীষ্মে দলের সঙ্গে থাকব, যত দূর পারি সাহায্য করব। এরপর দেখি জীবন কোথায় নিয়ে যায়।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম