Logo
Logo
×

খেলা

কোচের সাথে ‘দুর্ব্যবহার’ করেছেন শাহিন আফ্রিদি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৫:৩৮ পিএম

কোচের সাথে ‘দুর্ব্যবহার’ করেছেন শাহিন আফ্রিদি

পাকিস্তানের তারকা পেস বোলার শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি কোচ এবং ম্যানেজমেন্ট কর্মীদের সাথে দুর্ব্যবহার করেছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র সংবাদমাধ্যমকে জানায়, শাহিন শাহ আফ্রিদির উগ্র মনোভাব সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পিসিবি।

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের সময় কোচদের সাথে দুর্ব্যবহার করেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদির মেয়ের জামাই শাহিন শাহ আফ্রিদি।

অভিযোগ উঠেছে পাকিস্তান ক্রিকেট দলের সিনিয়র ম্যানেজার ওয়াহাব রিয়াজ এবং ম্যানেজার মনসুর রানার বিরুদ্ধে। তারা শাহিন শাহ আফ্রিদিকে সঠিক পথে পরিচালিত করেননি।

পাকিস্তানের প্রধান কোচ গ্যারি কার্স্টেন এবং সহকারী কোচ আজহার মাহমুদ জানিয়েছেন, ওয়াব রিয়াজ ও মনসুর রানা খেলোয়াড়দের হয়ে লবিং করেছেন। 

পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাবর আজমকে নতুন করে অধিনায়কের দায়িত্ব দেওয়ার পর খেলোয়াড়রা একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যে কারণে পাকিস্তান ক্রিকেট দলের সুনাম ক্ষুন্ন হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম