সাবেক ক্রিকেটারদের সঙ্গে পিসিবির রুদ্ধদ্বার বৈঠক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০৯:২০ পিএম
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর নতুনভাবে দেশটির ক্রিকেটকে ঢেলে সাজাতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সে লক্ষ্যে আজ সাবেক ক্রিকেটারদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
বৈঠকে যোগ দেন সাবেক অধিনায়ক সালমান বাট, ইজাজ আহমেদ, সরফরাজ আহমেদ ও বাসিত আলী সহ আরও অনেকে।
বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে অবশ্য পিসিবি বা বৈঠকে অংশ নেওয়া কোনো সাবেক ক্রিকেটার এখনো মুখ খোলেননি।
তবে বৈঠকের একটি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ব্যাটিং অর্ডারে ভারসাম্যহীনতা এবং বারবার অধিনায়ক পরিবর্তনের ফলে বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবি হয়েছে বলে উল্লেখ করেছেন সাবেক ক্রিকেটাররা।
এবার বাবরদের ফিটনেস নিয়ে মুখ খুললেন ইউনুস খান
বিশ্বকাপের সময় পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। বিশেষ করে উইকেটরক্ষক-ব্যাটসম্যান আজম খানের ফিটনেস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছিল। আজ পিসিবির বৈঠকে সাবেক ক্রিকেটাররা ফিটনেসের উপর জোর দিয়েছেন। এই বিষয়ে বোর্ডকে কোনো ছাড় না দিতে অনুরোধ করেন তারা।
সাবেক ক্রিকেটারদের পরামর্শ আমলে নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পিসিবি চেয়ারম্যান নাকভি। এর সঙ্গে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের উন্নতিতেও কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন এই বোর্ড কর্তা।
এদিকে পিসিবির বৈঠকের ডাকে সাড়া দেননি জাভেদ মিয়াঁদাদ, রশিদ লতিফসহ বেশ কয়েকজন নামকরা সাবেক ক্রিকেটার।