Logo
Logo
×

খেলা

কোনো ম্যাচ না খেলেও পাঁচ কোটি রুপি পাচ্ছেন তিন ক্রিকেটার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৭:০০ পিএম

কোনো ম্যাচ না খেলেও পাঁচ কোটি রুপি পাচ্ছেন তিন ক্রিকেটার

সাঞ্জু স্যামসন, যশস্বী জয়সোয়াল ও যুজবেন্দ্র চাহাল। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের জন্য ১২৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। এর মধ্যে পাঁচ কোটি রুপি করে পাচ্ছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা ১৫ ক্রিকেটার এবং কোচ রাহুল দ্রাবিড়।

বিশ্বকাপের কোনো ম্যাচের একাদশে না থাকলেও রোহিত-কোহলিদের সমান পাঁচ কোটি রুপি করে জমা হচ্ছে সাঞ্জু স্যামসন, যশস্বী জয়সোয়াল এবং যুজবেন্দ্র চাহালের অ্যাকাউন্টেও।

বিশ্বকাপের মূল আসরে খেলার সুযোগ না পেলেও অনুশীলন ম্যাচে মাঠে নেমেছিলেন তারা। এছাড়া বিশ্বকাপেও বদলি ফিল্ডার হিসেবে খেলেছেন সাঞ্জু, যশস্বী ও চাহাল।

বিশ্বকাপ জয় করে কোহলি-রোহিতরা কত টাকা করে পাচ্ছেন

শুধু তারাই নন; মূল স্কোয়াডের বাইরে থাকা কয়েকজন ক্রিকেটারও পুরস্কারের অর্থ পাচ্ছেন। রিজার্ভ তালিকায় থাকা চার ক্রিকেটার রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান ও শুভমান গিলের হাতে উঠছে এক কোটি রুপির চেক।

ভারত বিশ্বকাপ জেতায় ১১ কোটি রুপি আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধেও। তবে সেটা কীভাবে ভাগ করে দেওয়া হবে, সে সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম