সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। বিশ্বকাপ জয়ের মাত্র এক সপ্তাহ ব্যবধানে ভারতকে হারিয়ে দেয় বিশ্বকাপ খেলার সুযোগ না পাওয়া জিম্বাবুয়ে।
গতকাল শনিবার হারারে স্পোর্টস ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে ১১৫ রান করেও ১৩ রানের জয় পায় জিম্বাবুয়ে। সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলের জয়ে জিম্বাবুয়ের সমর্থকদের মধ্যে প্রেরণা যোগায়।
যে কারণে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গলা ফাটাতে স্টেডিয়ামে হাজির হন হাজার হাজার সমর্থক। জিম্বাবুয়ের ক্রিকেটারদের সমর্থনেই দলে দলে মাঠে আসেন ক্রিকেটপ্রেমীরা।
কিন্তু আগের ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জয় পাওয়া জিম্বাবুয়ে ক্রিকেট দল আজ দর্শকদের খুশি করতে পারেননি। এদিন আগে ব্যাট করে অভিষেক শর্মার (১০০) সেঞ্চুরি ও ঋতুরাজ গায়কোয়ার (৭৭) ও রিংকু সিংহের (৪৮) ব্যাটিং তাণ্ডবে ২ উইকেট হারিয়ে ২৩৪ রানের পাহাড় গড়ে ভারত।
বিশ্বকাপ জয়ের পরের ম্যাচেই হেরে গেল ভারত
টার্গেট তাড়া করতে নেমে চরম ব্যাটিং বির্যয়ের কারণে ১৮.৪ ওভারে মাত্র ১৩৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ১০০ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত।
Scenes @ Harare Sports Club as the Chevrons beat the World Champions, India by 13 runs in the first of five T20Is.#GetThePicture #Zimbabwe #ZTNPrime #DStv24 #ZIMvsIND #Raza pic.twitter.com/aVdLfUmMT1
— ZTN (@ZTNPrime) July 6, 2024