‘অদ্ভুত’ রেকর্ডের জন্ম দিয়ে সেমিফাইনালে ফ্রান্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৫:৪৪ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ছিটকে দিয়ে ইউরোর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। তবে ফ্রান্সের এই সেমিফাইনাল যাত্রা কোনো ‘মিরাকল’-এর চেয়ে কম নয়। কেন?
ইউরোর ইতিহাসে একমাত্র দল হিসেবে ওপেন প্লে থেকে কোনো গোল না করেই সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গেছে ফ্রান্স। আত্মঘাতী গোল, পেনাল্টি আর টাইব্রেকারে ভর দিয়ে শেষ চারের টিকিট কেটেছে তারা।
গ্রুপপর্বে অস্ট্রিয়ার বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ফ্রান্স। কিন্তু সে ম্যাচের একমাত্র গোলটি এসেছিল অস্ট্রিয়ার ম্যাক্সিমিলিয়ান ওবেরের পায়ে। ম্যাচের ৩৮ মিনিটে অস্ট্রিয়ার এই ডিফেন্ডার নিজেদের জালে বল পাঠান, সেটা শেষ পর্যন্ত ফ্রান্সের জয়সূচক গোল হয়ে থাকে।
গ্রুপপর্বের পরের ম্যাচে ডাচদের সঙ্গে গোলশুন্য ড্র করে ফ্রান্স। আর শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত টুর্নামেন্টে ফ্রান্সের পক্ষে একমাত্র গোলটি করেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, সেটাও পেনাল্টি থেকে।
রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে ইউরো কাপের সেমিতে ফ্রান্স
শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে কঠিন ম্যাচটাও আত্মঘাতী গোলে জিতে নেয় ফ্রান্স। এবার বর্ষীয়ান বেলজিয়ান ডিফেন্ডার ইয়ান ভার্তুগেনের আত্মঘাতী গোলে পার পেয়ে যায় ফরাসিরা।
শেষ আটে পর্তুগালের সঙ্গে বহু চেষ্টা করেও লক্ষ্যভেদ করতে পারেননি এমবাপ্পে-গ্রিজমানরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে একের পর এক সুযোগ হেলায় হারিয়ে শেষ পর্যন্ত টাইব্রেকারে ভরসা খুঁজে নেন তারা। সেখানে পর্তুগিজদের ৫-৩ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় ফরাসিরা।
শেষ চারে তাদের প্রতিপক্ষ দুর্দান্ত ছন্দে থাকা স্পেন। আগামী ১০ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল।