Logo
Logo
×

খেলা

‘বুমরা পৃথিবীর অষ্টম আশ্চর্য’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৫:৩২ পিএম

‘বুমরা পৃথিবীর অষ্টম আশ্চর্য’

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ হোক বা সুপার এইটে অস্ট্রেলিয়া, এমনকি ফাইনাল ম্যাচে ১৬তম ওভারে রান আটকানো ৷ যশপ্রীত বুমরার হাতে যখনই বল তুলে দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা, তিনি হতাশ করেননি৷ গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে, কিপটে ওভার করে বারবার ভারতকে ম্যাচে ফিরিয়ে এনেছেন৷ ভারতীয় ক্রিকেটে এমন নির্ভরযোগ্য পেসার হালফিলে কয়টা দেখা গেছে বলুন তো!

বৃহস্পতিবার দিনভর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উদযাপনে মেতেছিল ভারত৷ দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে শুরু হয়ে সে উৎসব চলে ভারতীয় ক্রিকেটের আঁতুড়ঘর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত৷ মুম্বাইয়ের এই মাঠেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মঞ্চে ১৯ বছরের তরুণ বুমরাকে আবিষ্কার করেছিল ভারতীয় ক্রিকেট৷ এবার সেই মাঠেই বুমরাকে ‘জাতীয় সম্পদ’ এবং ‘অষ্টম আশ্চর্য’ হিসেবে আখ্যা দিলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি৷

ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ জয় উদযাপনের সময় সঞ্চালক গৌরব কাপুর কোহলিকে প্রশ্ন করেছিলেন, ‘তাহলে কি আপনি যশপ্রীত বুমরাকে ‘অষ্টম আশ্চর্য’ এবং ‘জাতীয় সম্পদ’ ঘোষণার জন্য পিটিশনে সই করবেন?’

বিশ্বকাপজয়ী দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে জনসমুদ্র

এই প্রশ্ন শুনে এক মুহূর্ত বিলম্ব না করেই কোহলি জবাব দেন, ‘হ্যাঁ, অবশ্যই আমি যশপ্রীত বুমরার জন্য পিটিশন সই করব ৷ তার মতো বোলার প্রজন্মে একবারই আসে৷’

অতীতে ভারতীয় ক্রিকেটের নানা সাফল্য এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বুমরার অবদানের প্রশংসা করে কোহলি যোগ করেন, ‘আমি একজনের নাম নিতে চাই, যে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিটি কঠিন পরিস্থিতিতে আমাদের বারবার ম্যাচে ফিরিয়ে এনেছে৷ সেটা হল বুমরা৷ আমরা ভাগ্যবান ও আমাদের হয়ে খেলে৷’

উল্লেখ্য, বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হাত ফসকে যেতে থাকা ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন৷ সুপার এইটে অস্ট্রেলিয়ার হয়ে বিপজ্জনক হয়ে ওঠা ট্রাভিস হেডকেও ফেরান তিনি৷  ফাইনালে প্রোটিয়ারা যখন ম্যাচ বের করে নিচ্ছে প্রায়, তখন ১৬তম ওভারে বোলিংয়ে এসে মোটে ৪ রান খরচ করেন বুমরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম