ফাইল ছবি
ইতোমধ্যে আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ টুর্নামেন্ট শেষ হয়েছে। বিশ্বকাপের গ্রুপপবেই অঘটনের শিকার হয় পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন বাবর-রিজওয়ানরা ।
সমর্থকদের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হওয়ায় ক্রিকেটারদের সমালোচনায় মাতেন সমর্থক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। আর এ নিয়ে পাক তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান মনে করেন, প্রত্যাশানুযায়ী পারফর্ম করতে না পারার কারণেই এ সমালোচনা তাদের প্রাপ্য।
রিজওয়ান বলেন, ‘এ মুহূর্তে দল যে সমালোচনার মধ্যে আছে, সেটি স্বাভাবিক ঘটনা। যেহেতু আমরা প্রত্যাশানুযায়ী পারফর্ম করতে পারিনি। ফলে এটি আমাদের প্রাপ্য। তিনি বলেন, যারা এসব সমালোচনা সহ্য করতে পারে না, তারা সফল হতেও পারে না।’
রিজওয়ান আরও বলেন, ‘আমাদের পরাজয়ের অনেক কারণ রয়েছে। দল হারলে কেউ বলতে পারে না যে, শুধু ব্যাটিং কিংবা বোলিং ভালো হচ্ছে। পিসিবি চেয়ারম্যান পরিশ্রমী মানুষ। দলে কে থাকবে আর কে থাকবে না, সেটি চূড়ান্ত করার তার অধিকার আছে বলেও জানান তিনি।