Logo
Logo
×

খেলা

কোয়ার্টারে উরুগুয়েকে এড়াতে ব্রাজিলকে যা করতে হবে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১০:৫২ পিএম

কোয়ার্টারে উরুগুয়েকে এড়াতে ব্রাজিলকে যা করতে হবে

কোপা আমেরিকায় এবার ব্রাজিলের সামনে কলম্বিয়া চ্যালেঞ্জ। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে এক জয় ও এক হারে কোয়ার্টারের পথেই রয়েছে ব্রাজিল। 

নিজেদের দুই ম্যাচের দুটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে কলম্বিয়া। যদি গ্রুপে রানার্সআপ হয়ে শেষ আটে ওঠে ব্রাজিল, সেক্ষেত্রে উরুগুয়ের সঙ্গে দেখা হবে তাদের।

কোয়ার্টার ফাইনালে শক্তিশালী উরুগুয়েকে এড়াতে তাই কলম্বিয়াকে হারাতেই হবে ব্রাজিলের। দুই ম্যাচ জিতে কলম্বিয়ার পয়েন্ট এখন ৬। এক জয়, এক হারে ব্রাজিলের পয়েন্ট ৪। কলম্বিয়াকে হারালে ব্রাজিলের পয়েন্ট হবে ৭। তখন গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ আটে যেতে পারবে ব্রাজিল।

তবে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি মোটেও সহজ হবে না ভিনিসিয়ুসদের জন্য। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সবশেষ আর্জেন্টিনার বিপক্ষে হারের পর থেকে অপরাজিত তারা। এই সময়ের মধ্যে স্পেন, জার্মানি মেক্সিকোর মতো দলকে ঘোল খাইয়ে ছেড়েছে কলম্বিয়া।

ভিনিসিয়ুসের জোড়া গোলে জয়ে ফিরল ব্রাজিল

তবে কলম্বিয়ার সঙ্গে যদি পয়েন্ট ভাগাভাগি করে বা হেরে যায় ব্রাজিল, তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন জলে যাবে। সেক্ষেত্রে মার্সেলো বিয়েলসার উরুগুয়েকেই কোয়ার্টার ফাইনালে মোকাবিলা করতে হবে তাদের।

এদিকে এখনো টুর্নামেন্ট থেকে বাদ পড়ার সূক্ষ্ম আশঙ্কা রয়েছে ব্রাজিলের। গ্রুপ ‘ডি’র তিন নম্বর দল কোস্টারিকার পয়েন্ট এখন ১, গোল ব্যবধান -৩। দুইয়ে থাকা ব্রাজিলের পয়েন্ট ৪, গোল ব্যবধান +৩। গ্রুপপর্বের শেষ ম্যাচে যদি ব্রাজিল ১-০ ব্যবধানে কলম্বিয়ার কাছে হেরে যায়, সেক্ষেত্রে প্যারাগুয়েকে ছয় গোলের ব্যবধানে হারাতে হবে কোস্টারিকাকে। তবে কোস্টারিকার বর্তমান ফর্ম বিচারে তা এক প্রকার দুঃসাধ্যই বলা চলে।

উল্লেখ্য, আগামীকাল বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় ক্যালিফোর্নিয়ার লেভি’স স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম