অবসর নিলেও ইংল্যান্ড দলের সঙ্গেই থাকবেন অ্যান্ডারসন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১০:৪৭ পিএম
চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ঘরের মাঠে ক্যারিবীয়ানদের বিপক্ষে তিন টেস্টের এই সিরিজের প্রথম ম্যাচ দিয়েই বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন কিংবদন্তি ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।
তবে অবসরের পরও সিরিজের বাকি দুই ম্যাচে ইংল্যান্ড দলের সঙ্গেই থাকবেন তিনি। লর্ডস টেস্ট দিয়ে ক্যারিয়ার শেষ করার পর অ্যান্ডারসন ইংল্যান্ড দলের কাজ করবেন ফাস্ট বোলিং মেন্টর হিসেবে। বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ব্যবস্থাপনা পরিচালক রব কি।
অ্যান্ডারসনের নতুন ভূমিকার কথা জানিয়ে এই ইসিবি কর্তা বলেন, লর্ডস টেস্ট শেষে জিমি আমাদের দলের সঙ্গে থাকবে এবং মেন্টর হিসেবে কিছুটা সহায়তা করবে। ইংলিশ ক্রিকেটকে তার অনেক কিছু দেওয়ার আছে। আমরা তা হারাতে চাই না। আমরা যখন প্রস্তাব দিলাম, তখন সে আগ্রহী ছিল। সামনে তার অনেক সুযোগ থাকবে। যদি সে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার সিদ্ধান্ত নেয়, তাতে ইংলিশ ক্রিকেট খুবই ভাগ্যবান হবে।
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের সময় চূড়ান্ত করেছে বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিলেও প্রথম শ্রেণির ক্রিকেট নিয়ে এখনো কিছু জানাননি অ্যান্ডারসন। বর্তমানে কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে প্রথমবারের মতো ডাক পড়েছে জেমি স্মিথ ও ডিলন পেনিংটনের। আগামী ১০ জুলাই লর্ডসে শুরু হবে অ্যান্ডারসনের বিদায়ী টেস্ট।
উল্লেখ্য, টেস্ট ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ এবং পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি জেমস অ্যান্ডারসন। এখন পর্যন্ত ১৮৭ টেস্ট খেলে ৭০০ উইকেট শিকার করেছেন ডানহাতি এই পেসার। টেস্টে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন (৭০৮) ও শ্রীলংকান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরানের (৮০০)।