ভারতের কাছে আবারও হারল দ. আফ্রিকা, ১০ উইকেট নিয়ে স্পিনারের রেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৬:০৫ পিএম
স্নেহ রানা। ছবি: সংগৃহীত
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জয় করে ভারত। ১১ বছরের বৈশ্বিক শিরোপা খরা কাটিয়ে আনন্দে ভাসেন রোহিত-কোহলিরা।
এবার নারী টেস্ট ক্রিকেটে ভারতের কাছে ১০ উইকেটে হেরেছে দক্ষিণ আফ্রিকা। চেন্নাইয়ে একমাত্র টেস্টে হারমানপ্রীত কৌরদের কাছে পাত্তাই পায়নি প্রোটিয়া নারী দলটি।
এক ইনিংসে ৮ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড
এই টেস্টে ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন ভারতের স্পিনার স্নেহ রানা। ঝুলন গোস্বামীর পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে নারী টেস্ট ক্রিকেটে ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন স্নেহ।
চেন্নাইয়ের চিপকে প্রথম ইনিংসে নারী টেস্ট ক্রিকেটে রেকর্ড ইনিংস স্কোর গড়ে ভারত। টেস্ট ক্রিকেট ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরি করে ভারতকে ৬০৩ রানের সংগ্রহ এনে দেন ওপেনার শেফালি ভার্মা।
শ্রীলংকায় খেলতে গেলেন তাসকিন তাওহিদ মোস্তাফিজ
জবাব দিতে নেমে ২৬৬ রান গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৭৭ রানে ৮ উইকেট শিকার করেন অফ স্পিনার স্নেহ। ফলো-অনে পড়া দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে অধিনায়ক লরা উলভার্ট (১২২) এবং সুন লাসের (১০৯) জোড়া সেঞ্চুরিতে ৩৭৩ রান করে প্রোটিয়ারা।
প্রথম ইনিংসের ৮ উইকেটের সঙ্গে এই ইনিংসে আরও ২ উইকেট যোগ হলে ম্যাচে ১০ উইকেট পূর্ণ হয় স্নেহার। ৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ভারতের কাছে হোয়াইটওয়াশ হয় দক্ষিণ আফ্রিকা নারী দল। এবার টি-টোয়েন্টি সিরিজের পালা। আগামী ৫, ৭ ও ৯ জুলাই তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার।