বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে যে নজির গড়লেন আমির
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৫:০৬ পিএম
সদ্যই শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০০৭ সালের প্রথম আসরে শিরোপা জয় করার ১৭ বছর পর এবার ফের বিশ্বকাপ জিতল ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে অনন্য নজির গড়লেন পাকিস্তানের তারকা পেস বোলার মোহাম্মদ আমির। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি আসরে খেলে একটি ছক্কাও হজম করেননি।
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সুপার ওভারে হেরে বিদায়ের শঙ্কায় পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সুপার এইটের আগেই বিদায় নেয় পাকিস্তান। তার আগে চারটি ম্যাচ খেলে পাকিস্তান। চার ম্যাচেই একাদশে ছিলেন আমির। তিনি চার ম্যাচে ১৬ ওভারে মোট ৯৬টি বল করেছেন। তার বলে বিশ্বের কোনো ব্যাটসম্যান ছক্কা হাঁকাতে পারেননি।
এর আগে ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তার করা ১৩৯ বলে কেউ ছক্কা হাঁকাতে পারেননি। ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের তারকা পেস বোলার উমর গুল ১৪৭ বল করেন। তার বলেও কেউ ছক্কা হাঁকাতে পারেননি।
প্রসঙ্গত, ২০২০ সালে পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের ওপর ক্ষুব্ধ হয়ে অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আমির। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের স্বার্থেই আমিরকে ফের জাতীয় দলে ফেরায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।