Logo
Logo
×

খেলা

ভারত বিশ্বকাপ জিতলে রেকর্ডের হ্যাটট্রিক হবে রোহিতের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৯:০৭ পিএম

ভারত বিশ্বকাপ জিতলে রেকর্ডের হ্যাটট্রিক হবে রোহিতের

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। আজ ম্যাচ শেষে শিরোপা উঁচিয়ে ধরতে পারলেই একাধিক রেকর্ড গড়া হয়ে যাবে ভারতের অধিনায়ক রোহিত শর্মার।

ভারতকে এখন পর্যন্ত ৬১ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন রোহিত। এর মধ্যে ৪৯ ম্যাচে জয় পেয়েছে দল। আজ দক্ষিণ আফ্রিকাকে ভারত হারিয়ে দিতে পারলে টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে ৫০ জয়ের মাইলফলক স্পর্শ করবেন রোহিত।

এদিকে ভারতের বর্তমান টি-টোয়েন্টি দলের ক্রিকেটারদের মধ্যে শুধু রোহিত শর্মাই ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলে ছিলেন। আজ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিলে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বেন রোহিত।

বিশ্বকাপ না জিতলে ‘সাগরে ঝাঁপ দেবেন’ রোহিত!

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে কোনো চ্যাম্পিয়ন দলই অপরাজিত থেকে শিরোপা জয় করতে পারেনি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতও গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের কাছে হেরে বসেছিল। তবে এবার যদি ভারত বিশ্বকাপ জিতে যায়, তবে ইতিহাসের প্রথম দল হিসেবে কোনো ম্যাচ না হেরেই বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়বে তারা। অধিনায়ক হিসেবে সেই কৃতিত্বের অংশীদার হবেন রোহিতও।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর ভারতের হয়ে কোনো বিশ্বকাপ জিততে পারেননি রোহিত। গত নভেম্বরে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছোঁয়া দূরত্বে গিয়েও ব্যর্থ হন। এবার রোহিতের সামনে অধিনায়ক হিসেবে ভারতকে কোনো আন্তর্জাতিক আসরের শিরোপা এনে দেওয়ার শেষ সুযোগ। সে সুযোগ লুফে নিতে পারবেন রোহিত?

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম