Logo
Logo
×

খেলা

বিশ্বকাপের সুপার এইটেই তৃপ্ত বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৭:১১ পিএম

বিশ্বকাপের সুপার এইটেই তৃপ্ত বিসিবি

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলার একটা সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সুপার এইটের প্রথম দুই ম্যাচ হারলেও শেষ ম্যাচে আফগানদের হারিয়ে সেমির সমীকরণ মেলানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে সেই সুযোগ হেলায় হাতছাড়া করেছে বাংলাদেশ দল। ১২.১ ওভারে আফগানদের দেওয়া ১১৫ রান তাড়া তো করতে পারেই নি। উল্টো সান্ত্বনার জয় নিয়ে আসর শেষ করার চেষ্টা করেও ব্যর্থ নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের এমন মনোভাবে যখন হতাশ সমর্থকরা। তখন বাংলাদেশ দলের এই পারফরম্যান্সে তৃপ্তির ঢেকুর তুলছে বিসিবি। 

বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে শনিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী। যেখানে বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে বিসিবির সন্তুষ্টির কথায় জানিয়েছেন তিনি।

বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপপর্বে তিন ম্যাচ জিতে সুপার এইটে পা রাখে, যা নিয়েই তৃপ্ত বিসিবি। এ ব্যাপারে জালাল বলেন, ‘বিশ্বকাপে আমাদের টার্গেট ছিল সুপার এইটে খেলা। আমরা টার্গেট অর্জন করতে পেরেছি, তার জন্য সবাই খুশি।’

গ্রুপপর্ব থেকে বাংলাদেশকে টেনে নেওয়ার ক্ষেত্রে মূল ভূমিকাটা পালন করেছে দলের বোলাররা। আসরজুড়েই ব্যর্থ ছিল বাংলাদেশের ব্যাটিং অর্ডার।  যা নিয়ে জালাল বলেন, ‘টপ অর্ডার টানা ব্যর্থ হয়েছে বলেই আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। ব্যাটিংয়ে এভাবে ফেইল করতে আমি কখনো দেখিনি। হয়তো একজন করেছে, আরেকজন ওই জায়গায় গিয়ে কাভার দিয়েছে। কোন কোন জায়গায় দুর্বলতা আছে এটা আমাদের খুঁজে বের করতে হবে এবং সেটা নিয়ে কাজ করতে হবে।’

এবারের আসরে বাংলাদেশের অন্যতম পারফর্মার ছিলেন রিশাদ হোসেন। আসরে ১৪ উইকেট শিকার করেছেন তিনি। যা দেখে মুগ্ধ জালালও। রিশাদকে নিয়ে তিনি বলেন, 'দুর্দান্ত বোলিং করেছে আমাদের পেসার ও স্পিনাররা। বিশেষ করে রিশাদ। ওর জন্য একটা বড় প্ল্যাটফর্ম ছিল নিজেকে প্রমাণ করার। সব মিলিয়ে এ ওয়ার্ল্ডকাপে আমরা ভালো খেলেছি।'

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম