Logo
Logo
×

খেলা

বিশ্বকাপ তো ‘ভারতের টুর্নামেন্ট’ বিস্ফোরক দাবি সাবেক ইংলিশ তারকার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১০:১৬ পিএম

বিশ্বকাপ তো ‘ভারতের টুর্নামেন্ট’ বিস্ফোরক দাবি সাবেক ইংলিশ তারকার

ছবি সংগৃহীত

আইসিসি আসরে বাড়তি সুবিধা পায় ভারত- এমন অভিযোগ বহুদিনের। টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ মুহূর্তে আম্পায়ারের সিদ্ধান্ত ভারতের পক্ষে গেছে অনেকবার। আবার কখনো নিজেদের পছন্দসই ভেন্যুতে খেলার সুযোগ পায় ভারত। তবে এ সমালোচনা বেশিরভাগই দেখা যায় সমর্থকদের দিক থেকে। তবে এবার সাধারণ কেউ নয়, খোদ এই অভিযোগে সুর মিলিয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন।   

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত যে ভেন্যুতে সেমিফাইনাল খেলেছে তা নির্ধারিত ছিল শুরু থেকেই।  অর্থ্যাৎ, ভারত সেমিতে উঠলে গায়ানাতেই ম্যাচ খেলবে।  এমন সুবিধা আইসিসি অন্য কোনো দেশের জন্য করেনি।  দ্বিপাক্ষিক সিরিজে আয়োজক দেশ বাড়তি সুবিধা পায়।  কিন্তু বৈশ্বিক আসরে আইসিসি নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না বলে অভিযোগ ভনের।  

ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে সাবেক ইংল্যান্ড অধিনায়ক ভন বলেন, ‘এটা ভারতের টুর্নামেন্ট। ওরা নিজেদের পছন্দ মতো সময়ে খেলতে পারে। ভারত টুর্নামেন্ট শুরুর আগে থেকে জানে কোন স্টেডিয়ামে সেমিফাইনাল খেলতে হবে। ওদের সব ম্যাচ সকালে যাতে হয় মানে ভারতে যাতে রাতে খেলা দেখতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। আমি জানি ক্রিকেটে টাকা একটা বড় ভূমিকা নেয়। কিন্তু এগুলো দ্বিপাক্ষিক সিরিজে হলে মানা যায়। তাই বলে বিশ্বকাপে! আইসিসির উচিত আর একটু বেশি স্বচ্ছতা বজায় রাখা। ভারত বেশি টাকা দেয় বলে ওদের সব সুবিধা করে দেওয়াটা ঠিক নয়।’

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সুবিধার জন্যই সূচি তৈরি করা হয়েছে বলে সাফ মন্তব্য ভনের।  আর এই বিষয় উপলব্ধি করা পানির মতো সহজ বলছেন তিনি।  বিশ্বকাপে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে আইসিসিকে তাগিদ ভনের।

‘যখন আপনি বিশ্বকাপে যান, তখন টুর্নামেন্টের একটি দলের প্রতি কোনো ধরনের সহানুভূতি বা কোনো ধরনের প্রভাব থাকতে পারে না।  আর এই টুর্নামেন্টটি সম্পূর্ণরূপে ভারতের জন্য তৈরি করা হয়েছে। যা এখন পানির মতোই সহজ।  বিশ্বকাপে এটা হতে পারে না।  এটা সবার জন্য সমান হতে হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম