Logo
Logo
×

খেলা

কেন বুমরার সঙ্গে হাত মেলাতে রাজি হননি আম্পায়ার?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ০৫:১৯ পিএম

কেন বুমরার সঙ্গে হাত মেলাতে রাজি হননি আম্পায়ার?

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত। ইংল্যান্ডকে মোটে ১০৩ রানে আটকে দেওয়ায় বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পেসার যশপ্রীত বুমরা। ২.৪ ওভার বল করে ১২ রানে নিয়েছেন ২ উইকেট। কিন্তু জয়ের পর আম্পায়ারের সঙ্গে হাত মেলাতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছিলেন ভারতের এই তারকা পেসার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই অনফিল্ড আম্পায়ারের একজনের সঙ্গে হাত মেলাতে বেশকিছুটা সময় ধরে চেষ্টা করলেও সেই আম্পায়ার তাকে পুরোপুরি এড়িয়ে যান।

তার আশপাশে থাকা ভারতের অন্য খেলোয়াড়দের সঙ্গে হাত মেলালেও বুমরার দিকে ফিরেও তাকাননি আম্পায়ার। এক পর্যায়ে খানিকটা বিব্রত হয়েই হাত সরিয়ে নেন বুমরা। কেন আম্পায়ার বুমরার সঙ্গে হাত মেলাতে রাজি হননি, সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

ধোনি নেই, এবার বিশ্বকাপ জিতবে ভারত!

তবে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক্ষেত্রে আম্পায়ার বুমরার দিকে আসলে খেয়ালই করেননি। নিছকই চোখের ভুলে বুমরাকে মিস করে যান সেই আম্পায়ার।

এর আগে অবশ্য বল হাতে ইংলিশদের বুকে কাঁপন ধরিয়েছেন বুমরা। প্রথমে ওপেনার ফিল সল্টকে বোল্ড করে ধাক্কা দিয়েছিলেন, এরপর অলরাউন্ডার জফরা আর্চারকে আউট করে ইংল্যান্ডের ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন এই তারকা পেসার।

উল্লেখ্য, ১০ মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো কোনো বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। গত বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বসে তারা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তাদের সামনে দক্ষিণ আফ্রিকা। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের পর আর এই শিরোপা ছুঁয়ে দেখতে না পারা ভারত এবার নিজেদের শিরোপাখরা কাটাতে বদ্ধপরিকর। আর সেই মিশনে বল হাতে ভারতের তুরুপের তাস হতে পারেন বুমরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম