Logo
Logo
×

খেলা

ভেঙে পড়েছেন বাটলার, চান বিশ্রাম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১০:২২ এএম

ভেঙে পড়েছেন বাটলার, চান বিশ্রাম

ছবি: সংগৃহীত

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে ভারত বিশ্বকাপে ভরাডুবি দেখেছিল ইংল্যান্ড। সেই ব্যর্থতা পেছনে ফেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় শিরোপা উঁচিয়ে ধরতে চেয়েছিল জস বাটলারের দল। হয়নি সেটিও। সেমিফাইনালে ভারতের বিপক্ষে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি ইংলিশরা। তাদের ৬৮ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রেখেছে ভারত। এমন হারের পর স্বাভাবিকভাবেই বাটলারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বাটলার নিজেও টানা ব্যর্থতায় হাঁপিয়ে উঠেছেন। আর এই অবস্থায় তাই বিশ্রাম চেয়েছেন তিনি।

বাটলারের নেতৃত্ব সবশেষ দুটি আসরে ব্যর্থ হওয়ায় প্রশ্ন উঠেছে চ্যাম্পিয়নস ট্রফিতে বাটলারের অধিনায়ক হিসেবে থাকা নিয়ে। তবে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিটা অবশ্য চালিয়েই যেতে চান তিনি। ইংলিশ দলের নেতৃত্ব তার রাডারে আছে কিনা এমন প্রশ্নে বাটলার বলেন, ‘হ্যাঁ, এই মুহূর্তে আমার নিয়ন্ত্রণেই আছে। কিন্তু আমি খুব বেশি সময়ের কথা ভাবছি না। সত্যি বলতে আমি আজ হারের কারণ ব্যাখ্যা করতে এসেছি।’

তবে এমন হারের পর মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত বাটলার। তাই এই অবস্থায় বিশ্রাম চেয়েছেন তিনি। যা নিয়ে বাটলার বলেন, ‘এমন হারের পরে খেলা চালিয়ে যাওয়া এবং এটি কাটিয়ে উঠার জন্য কিছুটা সময়ের প্রয়োজন। তাছাড়া কেবল এই ম্যাচ নয়, গত কয়েক মাস পর্যালোচনা করতে পারেন আপনি। আমি মনে করি ইংলিশদের অনেক প্রতিভা আছে। আর এই প্রতিভা এবং এর বিকাশ ঘটানো এবং একটি ভালো দলকে সামনের দিকে এগিয়ে নেওয়া নিশ্চিত করা আমাদের ওপর নির্ভর করে।’

বাটলার অবশ্য পরিষ্কার করে কিছু বলেননি ঠিক কতদিনের জন্য বিশ্রাম চান তিনি। তবে ভারতের বিপক্ষে এই হার কাটিয়ে উঠে মাঠে ফিরতে যে কিছুটা সময় নিবেন তিনি তা পরিষ্কার। তাছাড়া টানা দুই আসরে সাফল্য না পাওয়ায় বোর্ডেরও নিশ্চয় বাটলারের নেতৃত্ব নিয়ে ভাববার সময় এসেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম