টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে প্রথম শিরোপা জয়ের স্বাদ পায় ইংল্যান্ড ক্রিকেট দল। চলতি আসরের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে শিরোপার লড়াইয়ের আগেই বিদায় নিল ব্রিটিশরা।
বিশ্বকাপ থেকে ইংল্যান্ড বিদায় নিলেও দলটির তারকা লেগ স্পিনার আদিল রশিদ রেকর্ড গড়েছেন। তিনি ভারতীয় তারকা ক্রিকেটার রোহিত শর্মাকে বোল্ড করার মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংরেজদের হয়ে সর্বোচ্চ ৩১ উইকেট শিকার করেছেন।
এর আগে ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩০ উইকেট শিকার করে শীর্ষে ছিলেন সাবেক তারকা পেসার স্টুয়ার্ড ব্রড।
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ভারত-ইংল্যান্ড। এদিন আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭১ রান করে ভারত।
টার্গেট তাড়া করতে নেমে অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের স্পিন আর জসপ্রিত বুমরাহের গতিতে বিভ্রান্ত হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬.৪ ওভারে ১০৩ রানেই অলআউট হয় ইংল্যান্ড। ৬৮ রানের জয়ে ফাইনালে উঠে যায় ভারত।