ছবি সংগৃহীত
গত আইপিএলে দুরন্ত পারফর্ম করে জাতীয় দলে ডাক পান নিতীশ রেড্ডি। আসন্ন জিম্বাবুয়ে সিরিজের ১৫ সদস্যের দলে জায়গা পান আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলা এই ক্রিকেটারের।
তবে ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজ খেলা হচ্ছে না নিতীশের। বদলি হিসেবে সিমিং অলরাউন্ডার শিবম দুবের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ঠিক কোন ধরনের ইনজুরি ভুগছেন নিতীশ তা নিশ্চিত করেনি বিসিসিআই। বর্তমানে বোর্ডের মেডিকেল বিভাগের তত্ত্ববধানে রয়েছেন ২১ বছর বয়সি ক্রিকেটার।
অন্যদিকে বর্তমানে ভারতের বিশ্বকাপ দলে রয়েছেন শিবম দুবে। সেখান থেকে দেশে ফিরে জিম্বাবুয়ে সিরিজের বিমান উঠবেন তিনি।
গতকাল মঙ্গলবার শুভমান গিলের নেতৃত্বে জিম্বাবুয়ে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিসিআই। ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত-জিম্বাবুয়ে। সবকয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে হারারের স্পোর্টস ক্লাব মাঠে।
ভারতের টি-টোয়েন্টি দল: শুভমান গিল (অধিনায়ক),যশস্বী জয়সওয়াল,রুতুরাজ গায়কওয়াড়, অভিষেক শর্মা, রিংকু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, আভেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে ও শিবম দুবে।