Logo
Logo
×

খেলা

বাংলাদেশের বিপক্ষে ছলচাতুরী, শাস্তি পেতে পারেন আফগান তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ০৭:৪৬ পিএম

বাংলাদেশের বিপক্ষে ছলচাতুরী, শাস্তি পেতে পারেন আফগান তারকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার কঠিন সমীকরনের ম্যাচে গতকাল মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান। গুলবাদিন নাইবের ছলচাতুরীতে ৮ রানের জয়ে সেমিফাইনালে উঠে যায় আফগানিস্তান। যে কারণে দলটির তারকা ক্রিকেটার গুলবাদিন নাইবের শাস্তি হতে পারে।

আইসিসির কোড অফ কন্ডাক্ট অনুসারে, ২.১০.৭ অনুচ্ছেদের অধীনে ‘সময় নষ্ট করা’ লেভেল ১ বা ২ অপরাধ বলে গণ্য হয়। লেভেল ১ অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি ১০০% ম্যাচ ফি জরিমানা এবং দুটি সাসপেনশন পয়েন্ট।

যদি একজন খেলোয়াড়কে এক বছরে চারটি সাসপেনশন পয়েন্ট দেওয়া হয়, তবে একটি টেস্ট ম্যাচ বা দুটি ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারে।

আইসিসির নিয়মানুসারে ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করা হলে খেলার পর তদন্তের ব্যবস্থা রয়েছে। যদি আম্পায়াররা মনে করেন যে সময় নষ্ট করার কাজটি ইচ্ছাকৃত বা পরিকল্পনা মাফিক ছিল, তাহলে তারা আইসিসির আচরণবিধির অধীনে একটি প্রতিবেদন দাখিল করতে পারে৷ 

ম্যাচের তখন ১১.৪ ওভারের খেলা চলছে। সেমিফাইনালে যেতে ৩ বলে ৩৫ রান প্রয়োজন বাংলাদেশের। তবে আফগানদের বিদায় নিশ্চিত করতে তখনও হাতে ৫০ বল হাতে আছে বাংলাদেশের, সঙ্গে তিন উইকেট। তখন বৃষ্টি নামতে শুরু হবে। হালকা বৃষ্টি হচ্ছেও মাঠে। আর এই অবস্থায় ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ পিছিয়ে ২ রানে। আর এই সুযোগটাই ক্রিকেটারদের নিতে বললেন আফগান কোচ।

‘আমি হাসতে হাসতে কাঁদতে শুরু করেছিলাম’

বাংলাদেশ-আফগান ম্যাচে গুলবাদিন নাইবের এমন ছলচাতুরী দেখে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ বলেছেন, ‘আমি হাসতে হাসতে প্রায় কাঁদতে শুরু করেছিলাম এবং দিনের শেষে খেলায় এর কোনও প্রভাব পড়েনি। তাই আমরা এখন এটি নিয়ে হাসতে পারি তবে এটি খুব মজার ছিল। কোচ জোনাথন ট্রটের নির্দেশেই এমনটা করেছেন গুলবদিন নায়েব। এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যখন দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলবাদিন পড়ে যান। আফগানিস্তানের এই পরিকল্পনা ছিল ম্যাচের বিলম্ব করা।’

আফগানদের এমন ছলচাতুরী নিয়ে ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আফগানিস্তান ম্যাচ জেতার পর গুলবাদিনের একটি ছবি পোস্ট করে অশ্বিন লিখেছেন, 'রেড কার্ড ফর গুলবাদিন নায়েব।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম