Logo
Logo
×

খেলা

বিশ্বকাপ দলে না থাকা শুভমানই এবার ভারতের অধিনায়ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৭:৩৩ পিএম

বিশ্বকাপ দলে না থাকা শুভমানই এবার ভারতের অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেই জায়গা হয়নি তার। অথচ বিশ্বকাপের পরপরই এই ফরম্যাটে ভারতকে নেতৃত্ব দিতে যাচ্ছেন শুভমান গিল। বিশ্বকাপের পর জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তাকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিসিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিশ্রামে যাবেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহর মতো বড় তারকারা। এছাড়া হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবও এই সিরিজে খেলতে চান না। তাই অনেকটা দ্বিতীয়সারির দল নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে ভারত।

বহু সমীকরণের ভারত-অস্ট্রেলিয়া মহারণ আজ

আইপিএল গুজরাট টাইটান্সের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তরুণ শুভমানের, তবে জাতীয় দলের নেতৃত্বে এবারই প্রথম। জিম্বাবুয়ে সিরিজের দলে মূলত আইপিএলে নজরকাড়া খেলোয়াড়দেরই ডেকেছে বিসিসিআই।

বিশ্বকাপের পরপরই জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। ৬ জুলাই প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। এরপর ৭, ১০, ১৩ ও ১৪ জুলাই হবে সিরিজের বাকি চার ম্যাচ। সবগুলো ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

জিম্বাবুয়ে সিরিজের জন্য ভারত দল

শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিংকু সিং, সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, নীতীশ রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আভেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম