Logo
Logo
×

খেলা

ইতিহাসের সবচেয়ে দামি জার্সি পেয়ে রোমাঞ্চিত এই তরুণ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৯:৩৭ পিএম

ইতিহাসের সবচেয়ে দামি জার্সি পেয়ে রোমাঞ্চিত এই তরুণ

ব্রাজিলের হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন পেলে, জিকো, রোনালদিনহো, রিভালদো ও নেইমারের মতো তারকারা। সেই পৌরাণিক ১০ নম্বর জার্সি উঠেছে রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগোর গায়ে।

ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার সকালে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ব্রাজিলের এই কোপা আমেরিকার মিশন।

১০ নম্বর জার্সি পরা নিয়ে রদ্রিগো বলেন, ‘ফুটবলের ইতিহাসের সবচেয়ে দামি জার্সিটি পরা সম্মানের। আমি জানি এটা বিশাল দায়িত্ব এবং আমি এটা গ্রহণ করেছি। আমি জানি যে প্রতিদিন আমাকে আরও ভালো হতে হবে, সারা বিশ্বের চোখ এই জার্সিতে থাকবে। আমি ভালো কাজ চালিয়ে যেতে এবং এই জার্সির সম্মান রাখতে প্রস্তুতি নিচ্ছি।’

২০১৯ সালের নভেম্বরে ব্রাজিলের জাতীয় দলে অভিষেক হয় রদ্রিগোর। সৌদি আরবে আর্জেন্টিনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। এরপর ব্রাজিলের জার্সি গায়ে ৪৯টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে গোল দিয়েছেন ১৭টি।

এই তরুণ বিশ্বাস করেন, ‘আমরা লকার রুমে যেমন বলি, আমরা দায়িত্ব ভাগ করে নিতে যাচ্ছি। দলটি যাতে শক্তিশালী থেকে আরও শক্তিশালী হয় সেজন্য সবাই নিজেদের ভূমিকা পালন করবে। শুধুমাত্র এভাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি।’

শিরোপা জিততে চান জানিয়ে রদ্রিগো বলেন, ‘এই শিরোপা জয় এই প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সবে শুরু হচ্ছে। আমরা এমন একটি প্রজন্ম যেখানে খুব উঁচু মানের খেলোয়াড় রয়েছে, তবে আমরা কোনো শিরোপা জিততে পারিনি, আমাদের নিজেদের গুণমান প্রমাণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা একটি বিশেষ জায়গায় রয়েছি এবং আমরা যা কিছু ভালো করছি তা চালিয়ে যেতে হবে। যে জিনিসগুলি এখনও সামঞ্জস্য করা দরকার তার উন্নতি করতে হবে । এই শিরোপা জয়ের জন্য আমাদের কাছে সবকিছু রয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম