Logo
Logo
×

খেলা

বাংলাদেশ-ভারত ম্যাচ দেখা যাবে সিনেমা হলেও!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৪, ০৭:৪৮ পিএম

বাংলাদেশ-ভারত ম্যাচ দেখা যাবে সিনেমা হলেও!

গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে সুপার এইটে জায়গা করে নেয় বাংলাদেশ। যে ম্যাচটিতে হেরেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, সে ম্যাচেও ছিল লড়াইয়ের ছাপ। কিন্তু সুপার এইটে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে সেই লড়াকু ভাবটা দেখা যায়নি বাংলাদেশের। আগে ব্যাট করে ১৪০ রান করার পর বৃষ্টি আইনে ২৮ রানে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

সুপার এইটের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের সামনে প্রতিপক্ষ ভারত। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। দুদেশের ক্রিকেটপ্রেমীরা টেলিভিশনের পর্দায় এবং অনলাইনে বিভিন্ন মাধ্যমে ম্যাচটি উপভোগ করতে পারবেন।

তবে ভারতের ক্রিকেটপ্রেমীরা হাইভোল্টেজ এই ম্যাচ সিনেমা হলে বসেও দেখতে পারেন। তাদের এই সুখবর দিয়েছে ভারতের সিনেমা চেইন পিভিআর সিনেমাস। জানা গেছে, ভারতের ২৩টি রাজ্যের সিনেমা হলে দেখানো হবে সুপার এইটের এই ম্যাচ।

এর আগে ভারত-পাকিস্তান এবং ভারত-আয়ারল্যান্ড ম্যাচগুলোও সিনেমা হলে দেখানো হয়েছিল। বর্তমান সিনেমা দেখিয়ে ঠিক আয়ের মুখ দেখছে না পিভিআর সিনেমাস, বছরে প্রায় ৪০০ কোটি রুপি লোকসান হচ্ছে তাদের।

এই লোকসান কাটিয়ে লাভের মুখ দেখতেই এখন বিশ্বকাপে ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো দেখাচ্ছে প্রতিষ্ঠানটি।

তথ্যসূত্র: স্পোর্টস তাক

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম