তানজিদকে আউট করে স্টার্কের বিশ্বরেকর্ড, দৌড়ে আছেন সাকিবও
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৪, ১০:৪৭ পিএম
জাত খেলোয়াড়রা বড় মঞ্চে নিজেদের জহর দেখান। এই যেমন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক–বিশ্বকাপে আগুন ঝরানো বোলিংয়ে জুড়ি নেই তার। হোক ওয়ানডে বা টি-টোয়েন্টি, বিশ্বকাপের মঞ্চে উইকেট তুলে নেওয়ায় তার চেয়ে পটু বোলার কমই খুঁজে পাবেন।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে একটিই উইকেট পেয়েছিলেন স্টার্ক। ইনিংসের তৃতীয় বলেই গুঁড়িয়ে দিয়েছিলেন তানজিদ হাসান তামিমের স্টাম্প। আর সে উইকেট দিয়েই ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে সর্বোচ্চ উইকেটের মালিক বনে গেছেন এই অজি গতিতারকা। দুই ফরম্যাটের বিশ্বকাপে এখন পর্যন্ত ৫২ ম্যাচ খেলে ৯৫ উইকেট শিকার করেছেন তিনি।
এতদিন ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি ছিল সাবেক লংকান পেসার লাসিথ মালিঙ্গার দখলে। তবে তার ৯৪ উইকেটের মাইলফলক ছাড়িয়ে এখন এককভাবে এই রেকর্ডের মালিক স্টার্ক।
এর মধ্যে ওয়ানডে বিশ্বকাপে ২৮ ম্যাচ খেলেই নিয়েছেন ৬৫ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৪ ম্যাচে তার উইকেটসংখ্যা ৩০।
স্টার্ক আর মালিঙ্গার পর এই তালিকার তিন নম্বরে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। দুই ফরম্যাটের বিশ্বকাপ মিলিয়ে ৭৭ ম্যাচে সাকিবের উইকেটসংখ্যা ৯২। সাকিব অবশ্য ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশি উজ্জ্বল। টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের ৪৯ উইকেট কুড়ি ওভারের বিশ্বকাপেই সর্বোচ্চ উইকেটের কীর্তি। ৫০ ওভারের বিশ্বকাপে সাকিবের উইকেট ৪৩টি। তিন উইকেটের ব্যবধানে এগিয়ে থাকা স্টার্ককে চ্যালেঞ্জ জানাতে পারবেন সাকিব? এই প্রশ্নের উত্তর সময়ের কাছে তোলা থাক।