টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে আফগানিস্তানের হোম সিরিজ হলেও ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারতে। নিরাপত্তাজনিত কারণে আপাতত আফগানিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজিত হচ্ছে না।
জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আফগানিস্তানের হোম সিরিজটি নিজেদের মাঠে আয়োজনের কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।
জুলাইয়ের শেষ দিকে শুরু হয়ে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। আনুষ্ঠানিকভাবে সূচি নিশ্চিত করা না হলেও জানা গেছে, ২৫, ২৭ ও ৩০ জুলাই তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হতে পারে।
ওয়ানডে সিরিজের পর মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। আগামী ২, ৪ ও ৬ আগস্ট টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে।
সিরিজের সবগুলো ম্যাচের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে গ্রেটার নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সকে।
আফগানিস্তান সিরিজের পর আগামী সেপ্টেম্বরে ভারতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।